সিরাজগঞ্জে জেলা প্রশাসনের গ্রাম আদালত কার্যক্রম অগ্রগতি ও পরিচালনা সমন্বয় সভা
নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জে গ্রাম আদালত কার্যক্রম অগ্রগতি ও পরিচালনা দিক নিদর্শনা প্রদানের লক্ষ্যে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরে( Aaco) ইউপি সচিব সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ এপ্রিল) সকাল ১১ টায় শহিদ এ. কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ এর সভাপতিত্বে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় (২য় পর্যায়) প্রকল্প জেলা প্রশাসনের আয়োজনে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারে উপ -পরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেন, ইউএনডিপি প্রকল্পের প্রতিনিধি শাহাদাৎ হোসেন, সহকারী কমিশনার আবু বকর সিদ্দিক প্রমূখ।
উল্লেখ্য, জেলার পাঁচটি উপজেলার ৪৫ জন অংশগ্রহণ কারী হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরে ও সচিব বৃন্দগণ গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি ও পরিচালনা দিক নিদের্শনা প্রদানের লক্ষ্যে সমন্বয় সভা উপস্থিত ছিলেন।