সিরাজগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালনে শিক্ষা মেলা সমাপ্ত।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
প্রাথমিক শিক্ষার দীপ্তি, উন্নত জীবনের ভিত্তি শ্লোগান কে ধারণ করে সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে, সারাদেশের ন্যায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ১৯ মার্চ- ২০১৯ পালিত হয়েছে। জাতীয় শিক্ষা সপ্তাহ পালন উপলক্ষ্যে ১৮ হতে১৯ মার্চ-২০১৯ দুই দিনব্যাপী শিক্ষা মেলা জেলাপ্রাথমিক শিক্ষা অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। উক্ত শিক্ষা মেলায় জেলার ৯ টি উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসে অংশ গ্রহণে মধ্যে ছিলো, সিরাজগঞ্জ সদর, কামারখন্দ, রায়গঞ্জ, কাজিপুর, তাড়াশ, উল্লাপাড়া, শাহজাদপুর, বেলকুচি, চৌহালী প্রাথিমক শিক্ষার মান উন্নয়নের শিক্ষা উপকরণ, শিক্ষা অবকাঠামো, মেধাবিকাশের কোমলমতি শিশু শিক্ষার্থীদের মেধা বিকাশের মনোবল বৃদ্ধির ক্রীড়া ও বিনোদনমূলক সাংস্কৃতি বিকাশের নানাবিধ খেলাধূলা সামগ্রীর উপকরণীয় প্রতিকৃতি প্রদর্শন করা হয়। ২দিনব্যাপী মেলায় উপজেলা ভিত্তিক শিক্ষামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রতিযোগিতামূলক কবিতা পাঠ ও আবৃত্তি, সংগীত ও নৃত্য পরিবেশন করেন। এ ছাড়া বিভিন্ন স্টল পরিদর্শন করে দেখা গেছে শিক্ষা উপকরণে ভরপুর সাদৃশ্যমূলক আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানের নমুনা । বিশেষ করে এ মেলায় উল্লাপাড়া উপজেলার উদ্যেগে সপ্তবর্নী নামকরণের স্টলটি সবার দৃষ্টি আকর্ষণ করছে ষ্টলে জাতীর পিতা বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতি সহ প্রধান মন্ত্রীশেখ হাসিনার ছবি সম্বলিত পদ্মসেতুর নমুনারূপ উপস্হাপন করে সকলের প্রশংসা অর্জন করেছে।
এ উপস্হাপনা উল্লাপাড়ার শিক্ষক সমিতি’র সভা পতি ফরিদ উদ্দীন আহমেদ, সহ-সভাপতি রেজাউল কবীর বলেন, শিশুদের সাধারণ জ্ঞানে আলো ছড়াতে এমন আয়োজন অন্যদিকে রায়গঞ্জ উপজেলার টি ও আখতারুজ্জামান, পাঙ্গাসী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন, শিক্ষক সমিতির সভাপতি মজিবর রহমান, শিক্ষক শফিকুল ইসলাম, নাজমুলহক, কামরুজ্জামান, হাফিজুর রহমান, নুরুল ইসলাম সহ অন্যান্য শিক্ষক একটি সুদৃশ্য স্টল প্রদর্শন করে। স্টলে বায়ু বিদ্যুৎ, বার্ষিক সময়িকী, মডেলবিদ্যালয়ের সাদৃশ্য উপকরণ উপস্হাপন করেন। শিক্ষা মেলার সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) ফিরোজ মাহমুদ এবং আলোচনসভা পুরস্কার বিতরন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,জেলাপ্রাথমিক শিক্ষা অফিসার সিদ্দীক মোহাম্মদ ইউসুফ রেজা। আরো উপস্হিত ছিলেন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রেজােয়ান হোসেন, মনিটরিং অফিসার আব্দুল্লাহ আল-ফারুক , উপজেলা প্রাথমিক শিক্ষা আপেল মাহমুদ সহ প্রতিটি উপজেলার টি ও এ টিও ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা অংশগ্রহন করে। অংশগ্রহনকারীদের মধ্যে বিভিন্ন বিভাগে পুরস্কারর প্রদান করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন, বিশিষ্ঠ কন্ঠ শিল্পী, শিক্ষক সুমনা লায়লা রমা।