সিরাজগঞ্জে চ্যানেল আই’র ২১তম জন্ম বার্ষিকী পালন।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জে চ্যানেল আইয়ের ২১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে র্যালী প্রর্দশন, কেক কর্তন, ও আলোচনা সভা করা হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সামনে র্যালী প্রর্দশন করা হয়েছে এবং প্রেসক্লাবে কেক কর্তন, আলোচনা সভা
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ, সিরাজগঞ্জ পৌরসভার সুযোগ্য মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা সিরাজী। এতে সভাপতিত্ব করেন , সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও পৌর প্যানেল মেয়র (১), পৌর আওয়ামীলীগের সভাপতি হেলালউদ্দীন ।
অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন, চ্যানেল আইয়ের জেলাপ্রতিনিধি ও সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস রবিন।
এ সময় প্রেসক্লাবের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিক সহ চ্যানেল আইয়ের ভক্ত দর্শক, সুধীজন, গুণীজনের অনেকেই উপস্হিত ছিলেন।