সিরাজগঞ্জে চেক জালিয়াতি মামলার পলাতক আসামী গ্রেফতার।
আজিজুুর রহমান মুুুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জের তাড়াশে বিশেষ অভিযানে আবু বাক্কার সিদ্দিক নামের এক প্রতারককে চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১২, সিরাজগঞ্জের স্পেশাল কোম্পানীর সদস্যরা। সোমবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে স্পেশাল কোম্পানী র্যাব-১২ সিরাজগঞ্জ কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবুল কাশেম।
আটককৃত আবু বাক্কার সিদ্দিক (৩৮) হলেন তাড়াশ থানার ধুবিলা গ্রামের আদম আলীর ছেলে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জের তাড়াশ থানার ধুবিলা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে সলঙ্গা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।