সিরাজগঞ্জে গৌরী আরবান স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ শহরের অন্যতম ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ গৌরী আরবান উচ্চ বালিকা বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ফেব্রয়ারী-২০১৯) সকালে বিদ্যালয় প্রাঙ্গনে ভাষা সৈনিক, বীরমুক্তিযোদ্ধা সাংস্কৃতিক ও ক্রীড়া ব্যক্তিত্ব ও অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি আনোয়ার হোসেন রতু’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সিরাজগঞ্জ জেলার সুযোগ্য জেলাপ্রশাসক কামরুন নাহার সিদ্দীকা। বিশেষ অতিথি ছিলেন, জেলা শিক্ষা অফিসার শফীউল্লাহ, পাউবো’র নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম, সিরাজগঞ্জ সরকারি কলেজের অবসর প্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর করুণা রাণী সাহা, সদর উপজেলা শিক্ষা অফিসার আপেল মাহমুদ প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক ব্যবস্হাপনা ও তত্ত্বাবধানে ছিলেন, অত্র প্রতিষ্ঠানের সুযোগ্য প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজ শারমিন। অনুষ্ঠানের অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান, শুরুতে পবিত্র কোরআনতেলায়াত, গীতাপাঠ, জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন, কপোত ও বেলুন মুক্ত, ডিসপ্লে ও নৃত্য প্রদর্শন, কবিতা আবৃত্তি , প্রতিযোগিদের কুচকাওয়াজ ও শপথ গ্রহন করা হয়। মশাল পরিভ্রমনের মধ্য দিয়ে প্রায় ৩০টি ইভেন্টে খেলায় অংশ গ্রহনকারী শিক্ষার্থী প্রতিযোগিদের উত্তীর্ণ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ক্রীড়া পরিচালনায় ছিলেন, শরীর চর্চা শিক্ষক শিল্পী ঘোষ, সুধীর কুমার বিশ্বাস, ক্রীড়া প্রশিক্ষক রবিউল ইসলাম লেবু। ফলাফল সংগ্রহে ছিলেন, সহকারি শিক্ষক রফিকুল ইসলাম, এস, এম আসাদুজ্জামান। ধারাবর্ণনায় ছিলেন,বিশিষ্ট সাংবাদিক ও এস এম সি সদস্য হেলাল আহমেদ, সহ-গ্রন্হাগারিক সাকিবা সুলতানা ও সহকারী শিক্ষক মির্জা আতিয়া সুলতানা। অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষার্থীদের অভিভাবক সুধীজন, স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মচারিগণ উপস্হিত থেকে অনুষ্ঠানটিকে সাফল্যেমন্ডিত করেন।