সিরাজগঞ্জে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার-২
নিজস্ব প্রতিবেদকঃ
সিরাজগঞ্জে ৫ কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবা সহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (১১-মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই খোকন চন্দ্র সরকারের নেতৃত্বে ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে সিরাজগঞ্জ সদর উপজেলার মুলিবাড়ী থেকে দুই মাদক কারবারিকে আটক করা হয়। এসময় তাদের নিকট থেকে ৫ কেজি গাঁজা ও ৫০পিস ইয়াবা পাওয়া যায়।
গ্রেফতারকৃত আসামী ১। মােঃ সাদ্দাম (২৫), পিতাঃ মোঃ আয়নাল হক, গ্রাম- নামাটোলা, থানা- শিবগঞ্জ, জেলা- চাঁপাইনবাবগঞ্জ ০২। মো: মাসুম (৩৬), পিতা মোহাম্মদ রূপচাঁন গ্রাম- ঠাকুর ট্যাক, থানা ও জেলা-সিরাজগঞ্জ।
এ সংক্রান্তে সিরাজগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।