সিরাজগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
খাইরুল ইসলাম (কামারখন্দ প্রতিনিধি ) :
সিরাজগঞ্জে উল্লাপাড়া উপজেলায় পৃথক অভিযানে দুই হাজার ৪৭০ পিস ইয়াবা ও ২৮৪ বোতল ফেনসিডিলসহ চার মাদকবিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র্যাব-১২ সিরাজগঞ্জ।
আটকরা হলেন- কুড়িগ্রামের উলিপুর উপজেলার মোল্লারহাট গ্রামের সমীর আলী (৪০), ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার বাদিহাটি গ্রামের নাজিম উদ্দিন (৫৫), দিনাজপুরের বিরামপুর উপজেলার বেনিপুর গ্রামের আজিজুল হক (৪২) ও একই জেলার হাকিমপুর উপজেলার খট্টা মাধবপাড়া গ্রামের নাজমুল হাসানের ছেলে জুয়েল রানা (১৮)।
বিজ্ঞপ্তিতে থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১০ জানুয়ারি মধ্যরাতে উল্লাপাড়ায় অভিযান চালিয়ে দুই হাজার ৪৭০ পিস ইয়াবাসহ সমীর ও নাজিমকে আটক করা হয়। অপরদিকে, ১১ জানুয়ারি সকালে উল্লাপাড়ার সলঙ্গা এলাকায় মহাসড়কে অভিযান চালিয়ে চালবোঝাই একটি ট্রাকে তল্লাশি করে ২৮৪ বোতল ফেনসিডিলসহ আজিজুল ও রানাকে আটক করা হয়। পরে ট্রাকটি জব্দ করা হয়। এ দু’টি ঘটনায় উল্লাপাড়া ও সলঙ্গায় থানায় আটকদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে