সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের ওলামা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ  ঃ 

দূর্নীতি দুঃশাসন, মাদক-সন্ত্রাসের প্রতিবাদ ও ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে সিরজাগঞ্জে ওলামা  ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।   শনিবার (২১সেপ্টেম্বর)   বিকেলে স্থানীয় পৌর ভাসানীয় মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলার শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

  এতে সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ জেলার সভাপতি মুফতি মুহিবুল্লাহ।  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামি আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর চরমোনাই পীর সাহেব মুফতি সৈয়দ ফয়জুল করীম। প্রধান অতিথি  বক্তব্যে বলেন, দেশে যে দূর্নীতি দেখা যাচ্ছে তার একদিনে ঘরে উঠেনি। স্বাধীনতার পর থেকেই এই দূর্নীতি সৃষ্টি হয়েছে। দেশ থেকে দূর্নীতি দু:শাসন, মাদক সন্ত্রাস নির্মূল করতে ওলামাদের একত্রে হতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক  মুফতি শেখ নুরন্নবী, কেন্দ্রীয় নেতা মুফতি আব্দুর রহমান, জেলা শাখার সাধারণ সম্পাদক আল আমিন প্রমুখ। সন্ধ্যার পর মুক্তির সোপানে শয়তান ও নফসের বিরুদ্ধে এক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়।