সিরাজগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় মাদক বিরোধী অভিযানে ৪৯ পিছ ইয়াবাসহ আলহাজ নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ এর সিরাজগঞ্জ এর স্পেশাল কোম্পানীর সদস্যরা।
শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২ সিরাজগঞ্জ এর কোম্পানী কমান্ডার এএসপি প্রণব কুমার সরকার।
তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন সলঙ্গা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে আলহাজ কে আটক করা হয়। আটককৃত আসামী আলহাজ(২৮) সলঙ্গা থানার ওলিদহ গ্রামের এনতাজ আলীর ছেলে।
এ সময় তার হেফাজতে থাকা ৪৯ পিছ ইয়াবা ও ১ টি মেবাইলসেট উদ্ধার করা হয়। পরে আটক আসামীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।