সিরাজগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চাল চুরির অভিযোগে বিক্ষোভ করেছে উত্তেজিত জনতা
আবির হোসাইন শাহিন :
করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারী চাল আত্নসাতের অভিযোগ উঠেছে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার অন্তগত ১০ নং কৈজুরী (ইউপি) চেয়ারম্যান সাইফুল ইসলামের বিরুদ্ধে। এলাকাবাসীর অভিযোগ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক পদ ভাঙ্গিয়ে এলাকায় যা ইচ্ছে তাই করছে চেয়ারম্যান সাইফুল ইসলাম। যার কারনে বিক্ষুব্ধ এলাকাবাসী চেয়ারম্যানের বিরুদ্ধে লকডাউন ভেঙ্গে বিক্ষোভ করে তার বাড়ি ঘেড়াও করে।
এ বিষয়ে কৈজুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশিদ গণমাধ্যমকে বলেন,’জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মহামারী দুর্যোগ করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া একটি পরিবার ও যেন সরকারী সহযোগীতা থেকে বঞ্চিত না হয়।কিন্তু স্থানীয় চেয়ারম্যান শুরু থেকেই সরকারী চাল সহ-নৃত্য প্রয়োজনীয় দ্রবাদি সাধারণ অসহায় জনগনকে না দিয়ে আত্নসাত করছে।