সিরাজগঞ্জে আয়াকে যৌন হয়রানির অভিযোগ
স্টাফ রিপোর্টার ঃ
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির
সদস্য আব্দুল আজিজ আকন্দ ওরফে কালা আজিজের বিরুদ্ধে আয়াকে যৌন
হয়রানির অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে যৌন হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। তারা ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল আজিজকে কমিটি থেকে অপসারণ সহ দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন। রাজাপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আজিজ আকন্দ কালা আজিজ (৪০) উপজেলার রাজাপুর গ্রামের মৃত আজম আকন্দের ছেলে।ভুক্তভোগী উক্ত বিদ্যালয়ের আয়া জানান, গত ১৬ মে, দুপুরে কালা আজিজ আমাকে বিদ্যালয়ের চাকরী স্থায়ী করে দিবে বলে আমাকে জানায়। এসময় আমার কাছে টাকা দাবি করে। টাকা দিতে পারবোনা বললে। সে আমাকে টাকা দিতে হবেনা বলে ঝাপটে ধরে। এসময় নিজেকে রক্ষার্থে চিৎকার দিলে আসে পাশের লোকজন ছুটে আসলে। পরে আজিজ দৌড়ে পালিয়ে যায়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হুদা বলেন, ভুক্তভোগী আয়া আজিজের বিরুদ্ধে যৌন হয়রানি করেছে এমন অভিযোগ এনে আমার নিকট লিখিত অভিযোগ দিয়েছে। ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মান্নান জানান, বিদ্যালয়ের আয়া আমাদের নিকট লিখিত অভিযোগ দিয়েছে। উর্ধতন কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সুপারিশ করার প্রস্তুতি চলছে।