সিরাজগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন।
আজিজুর ররহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ জেলা প্রশাসন এর উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস -২০১৯ পালন করা হয়েছে।
রোববার (২৯সেপ্টেম্বর) সকাল ১০ টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হতে এক র্যালী শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয় এবং র্যালি পরবর্তীতে জেলা প্রশাসকের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে তথ্য অধিকার বিষয়ক চলচ্চিত্র প্রদর্শন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।
অনুষ্ঠানে উপস্হিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ সুপার, সদর উপজেলার চেয়ারম্যান, ডেপুটি সিভিল সার্জন,জেলা তথ্য অফিসার,জেলা কমান্ডেন্ট,প্রেস ক্লাবের সভাপতি সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দু’শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।