সিরাজগঞ্জ-৪ উল্লাপাড়া ঐক্যফ্রন্টের প্রার্থী নিয়ে বিএনপি জামায়াত কাউকে ছাড় দিতে নারাজ
আজিজুর রহমান মুুুন্না,সিরাজগঞ্জ ঃ
নির্বাচনের দিনক্ষন যত ঘনিয়ে আসছে উত্তাপ তত বাড়ছে সিরাজগঞ্জ-৪,(উল্লাপাড়া সলঙ্গা একাংশ) আসনে। জেলার মধ্যে এবারের সবচেয়ে জটিল নির্বাচন হবে এ আসনে। আঃলীগ,বিএনপি,জামায়াতের ত্রি-মুখী নির্বাচনী প্রস্তুতিতে গরম হাওয়া বইছে। ঐক্যফ্রন্টের নির্বাচনে আসার খবরে এ আসনে নতুন করে হিসাব নিকাশ শুরু হয়েছে তিন দলেই। বিএনপি জামায়াতের নেতাকর্মী সহ সাধারন মানুষের মাঝে এখন আলোচনার একটাই বিষয়,তা হলো এ আসনে কে হচ্ছে ঐক্যফ্রন্টের একক প্রার্থী ? ঐক্যফ্রন্টের টিকেট কোন দল পাচ্ছে।
বিএনপি নাকি জামায়াত? এ আসন থেকে বিএনপির ৫ জন আর জামায়াতের ১জন কেন্দ্রীয় নেতা ঐক্যফ্রন্টের টিকেট দাবীদার। ভোটের মাঠে তারা একে অপরের বিরুদ্ধে রয়েছে। কেউ কাউকে ছাড় দিতে নারাজ। বিএনপি বলছে এ আসনে তাদের সদস্য দু’বার নির্বাচিত হয়েছে। এটা তাদের নিজস্ব আসন। অপরদিকে জামায়াত বলছে নবম সংসদ নির্বাচনে তাদের প্রার্থী দলীয় প্রতিকে জোটের বাইরে আঃলীগ প্রার্থীর সাথে প্রতিদ্বন্ধিতা করে হেরেছে। আর বিএনপি প্রার্থী সেই নির্বাচনে জমানত হারিয়েছে। এতেই প্রমান হয় বিএনপির চেয়ে এখানে তাদের অবস্থান শক্ত। বিশাল কর্মী বাহিনী নিয়ে দীর্ঘদিন ধরে এ আসনে তারা আন্দোলন সংগ্রামে মাঠে থাকা সহ নিজস্ব ভোট ব্যাংক তৈরী করেছে। তাই আসনটিতে তাদের নেতা ঐক্যফ্রন্টের একক টিকেট দাবীদার। না পেলে তারা স্বতন্ত্র নির্বাচনের যাবতীয় প্রস্তুতি নিয়ে রেখেছে। অপরদিকে বিএনপি নবম সংসদ নির্বাচন থেকে নানা চাপেও আসনটিতে জামায়াতের কাছে ছেড়ে দেয়নি। বিএনপি জামায়াতের এই জটিল অবস্থান শেষ পর্যন্ত থাকলে নবম সংসদের মত আলাদা আলাদা নির্বাচন হলে আঃলীগ ভোটের মাঠে অনেকটা নিশ্চিত বিজয় অর্জন করতে চায়। ঐক্যফ্রন্টের টিকেট যেই পাক, একক প্রার্থী না হলে আসনটি জেতা কঠিন হবে আগের মতই।
নবম সংসদ নির্বাচন থেকে এ আসনে মুখোমুখি বিএনপি আর জামায়াত। এ নির্বাচনে চারদলীয় ঐক্যজোটের বাইরে নির্বাচন করে বিএনপি জামায়াত। সে নির্বাচনে বিএনপি প্রার্থী এম.আকবর আলী জামানত হারালেও প্রায় ৯৮ হাজার ভোট পায় কেন্দ্রীয় জামায়াত নেতা মাওলানা রফিকুল ইসলাম খাঁন। বিএনপি জামায়াতের প্রার্থীদের আলাদা নির্বাচন ও স্থানীয় বিএনপি কোন্দলে আসনটি চলে যায় আঃলীগের হাতে। সেই নির্বাচনে পর জামায়াত শিবির কর্মীরা বিগত দিনে স্থানীয় বিএনপির সাথে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে নানা আন্দোলন সংগ্রাম করলেও দলীয় ভাবে আলাদাই। সেই থেকে দু’দলের নির্বাচনী প্রস্তুতিও আলাদা। নবম সংসদ নির্বাচনের পর থেকে উল্লাপাড়া উপজেলা বিএনপির কোন্দল আর নিরসন হয়নি। সময়ের পরিক্রমায় তা একাধিক গ্রুপে বিভক্ত হয়ে তীব্র হয়েছে। দলীয় কার্যালয় দখল নিয়ে তাদের মধ্যে দুই গ্রুপের সংর্ঘষের পর থেকে বিভক্ত বিএনপির একাধিক গ্রুপের নেতাদের একে অপরের মুখ দেখা-দেখি পর্যন্ত হয়না।
বিগত দিনে নানা আন্দোলন সংগ্রামে একাধিক মামলায় জর্জরিত বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা বেশির ভাগ এখন এলাকা ছাড়া। কেউ এলাকায় থাকলেও এমপি প্রার্থী দলীয় নেতাদের সহায়তা না পেয়ে তারা ক্ষুব্ধ। নেতাকর্মীরা নেতাদের সাথে একাধিক গ্রুপে বিভক্ত হয়ে পড়েছে। নেতায় নেতায় দন্ধে উল্লাপাড়া উপজেলা বিএনপি অফিসটি হারিয়ে গেছে। ভাড়া পরিশোধ না করায় দীর্ঘদিনে দলীয় অফিসটি সমবায় অফিস উচ্ছেদ করেছে। দীর্ঘদিন ভোটের মাঠে কোন নেতাকর্মী না থাকায় তারা এখন অনেকটা নীরব। এ আসনে বিএনপি থেকে ২ বার সংসদ সদস্য নির্বাচিত হয়। এ আসনটিকে নিজেদের বলে দাবী বিএনপি নেতাকর্মীদের। দলীয় এমন কোন্দলের মাঝেও ৫ জন প্রার্থী একাদশ সংসদ নির্বাচনে দলের টিকেট দাবী করে তাদের কর্মী সমথক নিয়ে কাজ করছেন। এরা হচ্ছে-উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সংসদ সদস্য এম.আকবর আলী,উল্লাপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী কামাল,সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি ও উল্লাপাড়া উপজেলা বিএনপির উপদেষ্টা কে.এম.শরফুদ্দিন মঞ্জু,কেন্দ্রীয় যুবদল নেতা আব্দুল ওয়াহাব,জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেত্রী সিমকী ইমাম খাঁন।
দলীয় কোন্দলের বিষয়ে মুঠোফোনে কথা হলে উল্লাপাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব মো.আজাদ হোসেন জানান,দলে এখন কোন কোন্দল নেই। সাবেক এমপি আকবর আলী দলে কোন্দল সৃষ্টি করেছিল। সে এখন উপজেলা বিএনপির কোন পদে নেই। ক্ষুব্দ নেতাকর্মীরা তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। তাকে বাদে যে কাউকে দলীয় মনোনয়ন দেয়া হলে বিজয়ের ব্যপারে ঐক্যবদ্ধ আমরা আশাবাদী।
এম.আকবর আলী উল্লাপাড়া থেকে বিএনপির মনোনয়ন নিয়ে দু’বার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি এ উপজেলার অনেক শিক্ষা প্রতিষ্ঠান গড়া সহ নানা ভৌত অবকাঠামো নির্মাণ করেন। নবম সংসদ নির্বাচনের সময় থেকে তিনি উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আজাদ হোসেনের সাথে দলীয় কর্মকান্ড নিয়ে দন্ধে জড়িয়ে পড়েন। সেই থেকে এ দন্ধ চলে আসছে। এতদিন তৃর্ণমূল বিএনপির নেতাকর্মীরা আকবর আলীর সাথে থাকলেও এখন তারা বিভক্ত। নেতা কর্মীদের অভিযোগ,বিগত দিনে নানা আন্দোলন সংগ্রামের তারা মামলায় জড়ালেও তিনি কোন সহায়তা করেননি। এলাকায় আসেননি। আকবর আলী তার অনুসারীদের নিয়ে এবারও দলীয় মনোনয়ন নেয়ার চেষ্টা করছেন।
উল্লাপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী কামাল দীর্ঘদিন ধরে এলাকায় এসে নেতাকর্মীদের সাথে নিয়ে ভোটের মাঠে কাজ করছেন। তিনি গত দু’বার ধরে উপজেলা বিএনপির আহ্বায়কের দায়িত্বপালন করছেন। দলীয় মনোনয়ন পাওয়ার জন্যও তিনিও নানা ভাবে চেষ্টা করছেন।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি ও উল্লাপাড়া উপজেলা বিএনপির উপদেষ্টা কে.এম.শরফুদ্দিন মঞ্জু দীর্ঘদিন ধরে উল্লাপাড়ার ভোটের মাঠে কাজ করছেন। স্বৈরাচার আন্দোলনে শহীদ নাজির উদ্দিন জেহাদের তিনি চাচাতো ভাই । তিনি ঢাকা লেদার টেকনোলজি কলেজের ছাত্রদলের ভিপি এবং ঢাকা ট্যারানী এসোসিয়েশনের সভাপতি ছিলেন। দলের দুঃসময়ে বিপদগ্রস্থ নেতাকর্মীদের সহায়তার পাশাপাশি ঐক্যবদ্ধ করে তিনি ভোটের মাঠে অনেকদিন হলো কাজ করছেন। ক্লীন ইমেজের এই নেতা দলীয় মনোনয়ন পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
কেন্দ্রীয় যুবদলের নেতা আব্দুল ওয়াহাব দীর্ঘদিন ধরে উল্লাপাড়ায় নানা সামাজিক কর্মকান্ড বাস্তবায়ন করছেন। আগাপী বাংলাদেশ নামে তার সেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে উল্লাপাড়ার বিভিন্ন এলাকায় সুপেয় পানির প্লান্ট স্থাপন,শীত বস্ত্র বিতরন,অসহায় দুঃস্থদের সহায়তা সহ নানা সামাজিক কর্মকান্ড করছেন। তিনি উল্লাপাড়া বিএনপির নেতাকর্মীদের সাথে সার্বিক যোগাযোগ রক্ষা করা সহ দলীয় কর্মকান্ডে সক্রিয় রয়েছেন। দলীয় মনোনয়ন পাওয়ার জন্য তিনিও নানা ভাবে চেষ্টা করছেন। জাতীয়তাবাদী আইনজীবী সমিতির নেত্রী সিমকী ইমাম খাঁন উল্লাপাড়া থেকে দলীয় মনোনয়ন দাবী করে কাজ করছেন।
এদিকে কেন্দ্রীয় জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খাঁন এ আসনে আবার প্রার্থী হচ্ছেন। নবম সংসদ নির্বাচনে তিনি চার দলীয় জোটের বাইরে এ আসনে দাঁড়িপাল্লা প্রতিকে নির্বাচন করেন। সে নির্বাচনে তিনি প্রায় ৯৮ হাজার ভোট পেয়ে আঃলীগের সাথে প্রতিদন্ধিতা করে হেরে যায়। এর আগেও তিনি এ আসন থেকে জামায়াতের প্রার্থী হিসাবে নির্বাচন করেন। নবম সংসদ নির্বাচনের পর থেকে এ উপজেলায় জামায়াত শিবির কর্মীরা আন্দোলন সংগ্রামে থাকা সহ তার পক্ষে গোপনে ভোটের মাঠে সক্রিয় রয়েছে। ইতিমধ্যে এই প্রার্থীর পক্ষে উপজেলার বিভিন্ন এলাকায় পোষ্টার লাগানো সহ অভিনব কায়দায় প্রচারনা চলছে। তারা সাধারন মানুষ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির মুঠোফোনে ভয়েজ ম্যাসেস সহ নির্বাচনী বার্তা পৌছে দিচ্ছে। নবম সংসদ নির্বাচনে দলটি ভোটের মাঠে প্রায় ২০ হাজার নেতাকর্মী নামিয়েছিল। এবার হেভিওয়েট এই কেন্দ্রীয় নেতাকে জেতাতে সারা দেশ থেকে অর্ধ লক্ষাধিক নেতা কর্মীকে নামাবে বলে জানিয়েছে দলটি। নিজ দলীয় প্রতিকে নির্বাচনের সুযোগ না থাকায় রফিকুল ইসলাম কে ঐক্যফ্রন্টের একক প্রার্থী মনোনিত করা না হলে তারা সতস্ত্র নির্বাচন করবে বলে ইতিমধ্যে যাবতীয় প্রস্তুতি নিয়েছে। বিএনপিকে কোন মতেই আসনটি ছাড়া হবে না বলে দলটির স্থানীয় উপজেলা আমীর অধ্যপক শাহজাহান আলী নিশ্চিত করেছে।