সিরাজগঞ্জ-৪ আসনে আওয়ামীলীগের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা
উল্লাপাড়া প্রতিনিধিঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬৫, সিরাজগঞ্জ-৪ আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থীর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে । এ বিষয়টি নিয়ে উপজেলার ভোটারদের মাঝে আলাপ- আলোচলা চলছে । এ নির্বাচনে বিএনপি নেই, বিদ্রোহী প্রার্থীিও নেই । জোরালো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় নির্বাচনে কোনো উত্তাপ নেই । এ আসনে জাসদ(ইনু) ও জাতীয় পার্টির ৩ জন প্রার্থী রয়েছে । এ সংগঠন দুটির জোরালো প্রতিদ্বন্দ্বী প্রার্থীও নেই বলে জানান সাধারণ ভোটারা ।
আওয়ামীলীগ থেকে মনোনয়ন পেয়েছেন সাবেক এমপি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হেভি ওয়েট প্রার্থী মোঃ শফিকুল ইসলাম, জাসদ(ইনু) থেকে প্রার্থী হয়েছেন সাবেক উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও জেলা জাসদের সহ- সম্পাদক মোঃ মোস্তফা কামাল বকুল, জাতীয় পার্ট থেকে উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ আব্দুল্লাহ আল হাসেম ও মোঃ হিলটন প্রামানিক । মনোনয়ন বাছাই পর্বে ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধতা পেয়েছে । আগামী ১৭ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন । সেই দিন বোঝা যাবে নৌকা প্রতিকের প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকবে কি থাকবে না ?
আওয়ামীলীগের মনোনীত প্রার্থী তৃর্ণমুল থেকে উঠে আসা উল্লাপাড়া উপজেলা পরিষদের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান ও সাবেক এমপি মোঃ শফিকুল ইসলাম । তিনি উপজেলা আওয়ামিলীগের একটানা ২০ বছরের সাধারন সম্পাদক ও বর্তমানে সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন । গত ২০০৮ সালে তিনি আওয়ামী লীগের প্রার্থী হয়ে নৌকা প্রতিক নিয়ে তার প্রতিদ্বন্দ্বী দুই হেভি ওয়েট প্রার্থী বিএনপির এম আকবর আলী ও জামায়াতে ইসলামীর প্রার্থী মাওঃ মোঃ রফিকুল ইসলাম খানকে পরাজিত করে সর্বোচ্চ ১ লাখ ৬৬ হাজার ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন । দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তার চেয়ে দ্বীগুণ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হবেন বলে আশা করছেন উপজেলা আওয়ামিলীগের নেতা-কর্মীরা । ২০১৪ ও ২০১৮ সালে ওই জনপ্রিয় নেতা মনোনয়ন বঞ্চিত হয়েছিলেন । ২০১৮ সালে সংসদ সদস্য পদে মনোনয়ন বঞ্চিত হওয়ার পর ২০১৯ সালে উল্লাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পান এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন । দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় মনোনয়ন পাওয়ায় আনন্দে উল্লসিত হয় তৃণমূল থেকে উপজেলা পর্যায়ের আওয়ামিলীগ নেতা-কর্মীরা ৷ দলীয় মনোনয়নপত্র নিয়ে ঢাকা থেকে উল্লাপাড়ার উদ্দেশ্যে রওনা হবার খবর পেয়ে তার হাজার হাজার সমর্থক ও নেতা-কর্মীরা পাবনা-ঢাকা মহাসড়কের উল্লাপাড়ার শ্রীকোলা মোড় থেকে হাটিকুমরুল গোলচত্বর হয়ে উপজেলার পাচিলা পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার সড়কের দুই পাশে লোকে লোকারণ্য হয়ে দাড়িয়ে প্রিয় নেতার আগমনের অপেক্ষায় থাকে । বিকেল ৩ টায় ঢাকা থেকে প্রিয় নেতা পাচিলায় মাইক্রোবাস যোগে পৌছালে অপেক্ষায় রত নেতা-কর্মীরা ফুলের শুভেচ্ছায় জরিয়ে বুকেটেনে নেয় আর জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক শেখ হাসিনার চলো গানে মুখরিত হয় আকাশ বাতাস । ওই ৩০ কিলোমিটার সড়কের দুই পাশে দাড়িয়ে থাকা হাজার হাজার সমর্থক ও নেতা-কর্মীদের ফুলের শুভেচ্ছা নিয়ে পাড়ি দিতে সময় লাগে প্রায় ৪ ঘন্টা ।
এই নেতার প্রতিদ্বন্দ্বী হয়ে দাড়িয়েছেন জাসদ(ইনু) ও জাতীয় পার্টির ৩ প্রার্থী । সাধারণ ভোটাররা আশংকা করছেন নির্বাচন পর্যন্ত নৌকার প্রতিদ্বন্দ্বী অপর প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতায় থাকবেন তো ।
এ বিষয়ে জাতীয় পার্টির প্রার্থী উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ আব্দুল্লাহ আল হাসেম জানান মনোনয়নপত্র প্রত্যাহারের প্রশ্নই আসে না । জাতীয় পার্টির সাথেই জোর প্রতিদ্বন্দ্বিতা হবে । বিএনপি- জামায়াত এবার নির্বাচনে নেই । তারা আমাকে ভোট দিবে । আশা করছি বিপুল ভোটে জয়ী হবো ।
জাসদ(ইনু)র প্রার্থী জেলা জাসদের সহ- সম্পাদক মোঃ মোস্তফা কামাল বকুল বলেন এ সব অপপ্রচার । কখনোই মনোনয়নপত্র প্রত্যাহার করবো না । নির্বাচনে আছি, থাকবো । জনগন আমাকে ভোট দিবে এবং আমি বিপুল ভোটে জয়ী হবো ।
মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ
১৫/১২/২০২৩