সিরাজগঞ্জ-২ আসনে নৌকার পক্ষে ব্যাপক নির্বাচনী শেষ প্রচার মিছিল সম্মিলিত সাংস্কৃতিক জোটের
মো. হোসেন আলী ছোট্ট ঃ
আগামী ৭ই জানুয়ারি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-২ আসনে জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী ড. জান্নাত আরা হেনরী’র সমর্থনে সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ৪ জানুয়ারি ২০২৪) সকালে সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে শেষ নির্বাচনী মিছিলে জেলা আওয়ামীলীগের নির্বাচনী মিছিলে একত্বতায় অংশগ্রহণে সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যানারে
এ সময়ে উপস্থিত ছিলেন, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের অন্যতম প্রেসিডিয়াম সদস্য ( রাজশাহী বিভাগ) ও নাট্য লোকের সভাপতি নাট্য ব্যক্তিত্ব মমিন বাবু।
জেলা শিল্পকলা একাডেমি আহব্বায়ক কমিটির সদস্য আসাদ উদ্দীন পবলু, নাট্য ফেডারেশনের সভাপতি মো. গোলজার হোসেন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভোলা, দূর্বার নাট্যগোষ্ঠীর সভাপতি স. ম আলাউদ্দিন আলা, নাট্য চক্রের সাধারণ সম্পাদক শেখ ইমরান মুরাদ, নাট্য নিকেতনের সভাপতি দিলীপ গৌর, ও তরুন সম্প্রদায়ের পরিচালক সংগঠন মো. ফরিদুল ইসলাম সোহাগ, প্রতিধ্ধনি আবৃত্তি কেন্দ্রের সভাপতি তাহমিনা কলি, বাংলাদেশ যুব মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জেদ্দা পারভীন রিমি, অরণিমা সংগীতালয়ের প্রধান পরিচালক সূর্য বারী, তরুন সম্প্রদায়ের সদস্য এ কে আজাদ, নাট্য নিকেতনের সাধারণ সম্পাদক মো. হোসেন আলী (ছোট্ট) প্রমূখ এছাড়াও সিরাজগঞ্জের সকল সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।