সিরাজগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে লটারীর মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন অনু্ষ্ঠিত
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
“কারিগরি শিক্ষা নিলে, দেশে -বিদেশে চাকুরী মিলে” – এ শ্লোগান নিয়ে সিরাজগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে’র আয়োজনে – লটারীর মাধ্যমে শিক্ষা নির্বাচন অনু্ষ্ঠান করা হয়েছে। এতে ৬ষ্ঠ শ্রেণিতে -৬০জন, ৭ম শ্রেণিতে-৬০ ও ৮ম শ্রেণিতে- ৬০ জনকে লটারি মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি-২০২২) বিকেল সাড়ে তিনটায় অত্র বিদ্যাপীঠ প্রাঙ্গণে – উক্ত অনু্ষ্ঠানের সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি ) শারমিন সুলতানা। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র বিদ্যাপীঠের অধ্যক্ষ মোঃ আফজাল হোসেন, অত্র স্কুল এন্ড কলেজের সদস্য সচিব ইলেক্ট্রিক্যাল বিভাগের চীফ ইন্সেট্রাক্টর শিক্ষক মোঃ জাহিদুল হক, জেলা শিক্ষা অফিসের সহকারি পরিদর্শক মোঃ রবিউল হাসান মন্ডল , জেলা প্রাথমিক শিক্ষা অফিসের প্রতিনিধি প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন, অত্র বিদ্যাপীঠের সকল শিক্ষক- শিক্ষিকা, শিক্ষার্থীগণ, ও অভিভাবকদের একাংশ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গদের অনেকে।