সিরাজগঞ্জ সরকারি কলেজে মুজিববর্ষ উপলক্ষ্যে আন্তঃ বিভাগ T-10 ক্রিকেটের ফাইনাল খেলা অনুষ্ঠিত।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সিরাজগঞ্জ সরকারি কলেজে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে আন্তঃবিভাগ T-10 ক্রিকেটের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে ফাইনাল খেলায় কলেজের হিসাব বিজ্ঞান বিভাগ দল বিজয়ী হয়েছে। বৃহস্পতিবার (২৭ফেব্রয়ারি) সকালে অত্র কলেজ মাঠে উক্ত খেলা শেষে আলোচনাসভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন এবং পুরস্কার বিতরণ করেন, কলেজের অধ্যক্ষ প্রফেসর টি,এম সোহেল। বিশেষ অতিথি ছিলেন, কলেজের উপাধ্যক্ষ বি, এম আব্দুল হান্নান। খেলার আহবায়ক ছিলেন, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ও শিক্ষক পরিষদের সম্পাদক সুলতান মাহমুদ।
এসময় উপস্হিত ছিলেন, ইংরেজী বিভাগের অধ্যাপক সন্টু কুমার দত্ত, সহযোগী অধ্যাপক সায়ীদ আবু বকর, বাংলা বিভাগের সহকারি অধ্যাপক হাশেমুল ইসলাম, আবুল বাশার ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক ফিরোজ আলী, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ মুন্না প্রমুখ। উল্লেখ্য, গত শনিবার (১ফেব্রুয়ারি) সকালে কলেজের ১৭বিভাগের শিক্ষার্থীদের নিয়ে ১৭টি দল খেলায় অংশ গ্রহণ করে। এতে সিরাজগঞ্জ সদর-কামারখন্দ আসনের এমপি অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না খেলার উদ্বোধন করেন।