সিরাজগঞ্জ সদরে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ শহরের মুজিব সড়ক এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ সদস্যরা।
গ্রেফতারকৃতরা হলো, সিরাজগঞ্জ পৌর এলাকার দরগারোড মহল্লার সেলিম মিয়া (৩৫) ও সয়াগোবিন্দ মহল্লার রুবেল পারভেজ (২৩)। র্যাব-১২’র সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রণব কুমার সরকার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় উল্লেখিত স্থানে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে ২৪২ পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২টি মোবাইল জব্দ করা হয়।
এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।