সিরাজগঞ্জ সদর কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ধান বীজ ও সার বিতরণ
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ॥
সিরাজগঞ্জ সদর কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আউশ ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে। ২০১৮-১৯ অর্থ বছরের প্রণোদনা কর্মসূচীর আওতায় খরিপ-১/২০১৯-২০ইং মৌসুমের উফসী আউশ ধানের ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সোমবার ১৫ এপ্রিল সদর উপজেলা কৃষি সম্প্রাসারনের কার্যালয় হতে ১৪৫০ জন ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়। বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর-কামারখন্দ আসনের এমপি অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি মোস্তফা কামাল খান, সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, ভাইস চেয়ারম্যান এস.এম নাসিম রেজা নুর দীপু, মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা হাসনা হেনা প্রমূখ। বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান ও অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সদর কৃষি কর্মকর্তা কৃষিবীদ রুস্তম আলী।