সিরাজগঞ্জ সদর উপজেলার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের আয়োজনে, পবিত্র মাহে রমজান উপলক্ষে মাহে রমজানের তাৎপর্যপূর্ণ আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০মে ২০১৯) ইফতার পূর্বে সদর উপজেলা পরিষদের হলরুমে ইফতার মাহফিলের প্রধান অতিথি হিসাবে আলোচনা করেন, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সদর-কামারখন্দ আসনের এমপি ডাঃ অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না। এতে সভাপতিত্ব করেন , সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফিরোজ মাহমুদ, সাবেক মহিলা সংরক্ষিত আসনের এমপি সেলিনা বেগম স্বপ্না, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মোস্তফা কামাল খান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস,এম নাসিম রেজা নূর দীপু, মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা হাসনাহেনা, পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দীন প্রমুখ।