সিরাজগঞ্জ সদর উপজেলাকে মাদকমুক্ত ঘোষণা।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
” চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে” এই শ্লোগান ধারন করে সিরাজগঞ্জ সদর উপজেলাকে মাদকমুক্ত উপজেলা হিসেবে ঘোষনা দিয়েছে সদর উপজেলা পরিষদ।
সোমবার (১জুলাই) সকালে সিরাজগঞ্জ শহরে মাদক বিরোধী র্যালি প্রদর্শন , শহীদ এম মনসুর আলী অডিটরিয়ামে এক আলোচনাসভা ও মাদক বিরোধী শপফ বাক্য পাঠ করানো হয়েছে।
অনুুুষ্ঠানটি সদর উপজেলা নির্বাহী অফিসার সরকার মোহাম্মদ রায়হানের সভাপতিত্বে ওই
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সদর – কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদ, পুলিশ সুপার টুটুল চক্রবর্তী, সাবেক এমপি সেলিনা বেগম স্বপ্না, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মোস্তফা কামাল খান, মুক্তিযোদ্ধা কে, এম হোসেন আলী হাসান,হাজী ইসহাক আলী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজউদ্দীন, সদর উপজেলা আওয়ামলীগের সভাপতি হেলাল উদ্দীন,ডাঃ জহুরুল হক রাজা প্রমুখ।
এছাড়াও সদর উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, ইউনিয়ন পরিষদের সকল ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, কর্মকর্তা -কর্মচারিবৃন্দ, বিভিন্ন অফিসের কর্মকর্তা সহ বিভিন্ন পেশাজীবি মানুষের একাংশ। অনুষ্ঠানে ফলক উন্মোচন করা ও পরিশেষে, মাদক বিরোধী সংগীত পরিবেশন করা হয়েছে।