সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষকদের মাঝে পাটবীজও রাসায়নিক সার বিতরণ করলেন উপজেলা নির্বাহী অফিসার মাশুকাতে রাব্বি,
নিজস্ব প্রতিবেদক :
পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়ন ” উন্নত প্রযুক্তিনিভর পাটও বীজ উৎপাান এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের ” আওতায় পাট উৎপাদনকারী চাষীদের মাঝে ২৩০০ জনকে বিনামূল্যে পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচী ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার দুপুরে উপজেলা পরিষদ, সিরাজগঞ্জ সদর সিরাজগঞ্জে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর সিরাজগঞ্জ সদর, এর আয়োজনে পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্ভোধন করেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মাশুকাতে রাব্বি, এসময়ে আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, ভাইস চেয়ারম্যান নাসিম রেজা নুর দিপু মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা হাসনা হেনা, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি হেলাল আহমেদ, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা সিরাজগঞ্জ সদর মোঃ নাজমুল হক, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা সিরাজগঞ্জ সদর মোঃ মাইদুল ইসলাম, ৮ নং কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান জিয়া মুন্সী, প্রমূখ,
উল্লেখ্য – সিরাজগঞ্জ সদর উপজেলা প্রশাসনও পাট অধিদপ্তর সিরাজগঞ্জ সদর পাট ও বীজ উৎপাদন এবং উৎপাদনকারী ১০ টি ইউনিয়ন ও সদর উপজেলা তেইশ শত জন চাষী কৃষককে( ১)১ কেজি করে পাট বীজ, ( ২)৬ কেজি করে ইউরিয়া ( ৩) এবং ৩ কেজি করে টিয়েসপি, ও (৪) ৩ কেজি করে এমওপি প্রদান করা হয়েছে।
জেলা পাট উন্নয়ন কর্মকর্তা সিরাজগঞ্জ মোঃ নাজমুল হক তিনি জানান সিরাজগঞ্জ সদর উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে পাট চাষী কৃষকগণকে সরকারের পক্ষ থেকে সরকার ব্যাপক ভাবে সাহায্য ও সহযোগিতা করে আসছে একি সাথে যাতে অন্যের জমি যারা বর্গা নিয়ে চাষ করে ও নিজ জমিতে ও চাষ করে স্বাবলম্বী হন। প্রতি বৎসর পাট উন্নয়ন সিরাজগঞ্জ ও সদর উপজেলা প্রশাসন সিরাজগঞ্জ, কৃষকদের মাঝে পাট বীজ ও সার বিতরণ করে থাকে। তিনি আরো বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে বর্তমান ও সামনের দিকে তাই বাংলাদেশের সোনালী আঁশ বলা হয় পাটকে আমাদের কৃষি খাতকে আরো উন্নত করতে হবে এবং কৃষকদের ভূমিকা অত্যন্ত জরুরী বলে আমি মনে করি।