সিরাজগঞ্জ রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা
শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জ॥
সিরাজগঞ্জে নবাগত জেলা প্রশাসক ড. মোঃ ফারুক আহাম্মদকে সিরাজগঞ্জ রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বৃহস্পতিবার বেলা ১২টার সময় জেলা প্রশাসকের কার্যালয়ে সিরাজগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি জেহাদুল ইসলামের নেতৃত্বে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, সংগঠনের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না, যুগ্ম-সম্পাদক এইচ. এম মোকাদ্দেস, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবীর, অর্থ সম্পাদক মোঃ সুজন সরকার, দপ্তর সম্পাদক সোহাগ হাসান জয়, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অদিত্য রাসেল, সাহিত্য ও পাঠাগার সম্পাদক সিরাজুল ইসলাম শিশির, প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজাউল করিম খান, সদস্য রেজাউল করীম, আব্দুল মালেক, সাংবাদিক টি.এম হাসান, সেলিম শিকদার, রাফিউল আলম বাবুল, উল্লাপাড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি রিয়াজুল ইসলাম সবুজ, দৈনিক গনমুক্তির সিরাজগঞ্জ প্রতিনিধি শুভ কুমার ঘোষ, মাকসুদা খাতুনসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সংবাদিকবৃন্দ। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফিরোজ মাহমুদসহ সিরাজগঞ্জ রিপোর্টার্স ইউনিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।