সিরাজগঞ্জ পৌরসভায় কমিউনিটি পর্যায়ে সাড়ে দশহাজার গাছের চারা বিতরণ ।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
এ সময় বৃক্ষ লাগাই জনে জনে, থাকে যেন সবার মনে, – এ শ্লোগান নিয়ে সিরাজগঞ্জ পৌরসভার আয়োজনে ও ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম সিরাজগঞ্জ -এর সহযোগিতায় সিরাজগঞ্জ পৌরসভায় কমিউনিটি পর্যায়ে সাড়ে দশ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে।
রোববার (২৫ আগস্ট) সকালে সিরাজগঞ্জ পৌরসভার হল রুমে ওই অনুষ্ঠানের উদ্বোধন করেন ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌরমেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা সিরাজী। তিনি বলেছেন, গাছ আমাদের পরম বন্ধু, মানুষের জীবনের জন্য গাছ খুবই উপকারি, তাই এই বিতরণ করা গাছগুলো আপনারা নিয়ে পতিত জায়গায় বা বাড়িতে লাগাবেন এর যত্ন করবেন বলে আশা করি।
এতে সভাপতিত্ব করেন, পৌরসভার সচিব মোঃ লুৎফর রহমান। এসময় উপস্হিত ছিলেন, পৌর প্যানেল মেয়র (১) হেলাল উদ্দীন, (২) গোলাম মোস্তফা, (৩)রুমানা রেশমা, কাউন্সিলর এস,এম শাহাদৎ হোসেন, নাছিমা বেগম, ব্র্যাক ফিল্ড কো-অডিনেটর হাসানুজ্জামান, পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা এস,এম শাহ আলম সহ পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে পৌরএলাকার বিভিন্ন বয়সের প্রায় দেড় হাজার নারী -পুরুষেরা পেয়েছেন, মেহগুনি, কড়ই, নারিকেল, আম,রাজকড়ই, নিম,অর্জুন, হরতকি, বহেরা,জাম্বুরা প্রভৃতি গাছগুলো গরিব মানুষেরা পেয়ে ভীষণ খুশিমনে বাড়ি ফিরছেন।