সিরাজগঞ্জ তেলকুপি কড়িতলায় বাসে উঠতে গিয়ে চাকায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার রায়গঞ্জ- আঞ্চলিক পুুুুরাতন বগুড়া সড়কের তেলকুপি কড়িতলায় একটি রিজার্ভ বাসে উঠতে গিয়ে চাকায় পিষ্ট হয়ে আব্দুল বাছেদ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেল আনুমানিক ৩টার দিকে সদর উপজেলার তেলকুপি কড়িতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আব্দুল বাছেদ তেলকুপি পূর্বপাড়া এলাকার শাহজাহান আলীর ছেলে। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আনিছুর রহমান জানান, একটি রিজার্ভ মিনিবাস তেলকুপি কড়িতলা বাজার এলাকায় এলে ওই বাসটিতে উঠার চেষ্টা করেন বাছেদ। এসময় পা পিছলে পড়ে গেলে বাসের চাকা তার মাথার উপর দিয়ে উঠে যায়।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে বাসটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।