সিরাজগঞ্জ জেলা প্রশাসন কৃর্তক টিসিবি’র পণ্য সামগ্রী বিক্রয় কার্যক্রম সংক্রান্ত সংবাদ সম্মেলন
সিরাজগঞ্জ প্রতিনিধি :
মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয় ও বানিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক কোভিড – পরিস্থিতি প্রি- রমজান ও পবিত্র রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে সমগ্র বাংলাদেশ এক কোটি উপকারভোগী মধ্যে টিসিবি ‘র পণ্য সামগ্রী বিক্রয় করা হবে।
শনিবার (১৯ মার্চ) সকাল ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ে শহীদ শামসুদ্দিন এ কে সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ এর সভাপতিত্বে টিটিবি’র পণ্য সামগ্রী বিক্রয় কার্যক্রম সংক্রান্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মনির হোসেন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাশুকাতে রাব্বি, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সরকার, সিনিয়র সাংবাদিক আব্দুল কুদ্দুস, প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক বীরমুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন ফিরোজী, প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুন অর রশিদ খান হাসান, প্রেসক্লাবের সাবেক অর্থ সম্পাদক জহুরুল ইসলাম, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি দিলীপ গৌর, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক ও সময় টিভির ষ্টাফ রিপোর্টার রিংকু কুন্ডু, টেলিভিশন ফোরামের সাধারণ সম্পাদক ও এটিএন বাংলার জেলা প্রতিনিধি ফেরদৌস হাসান, ৭১ টেলিভিশনের জেলা প্রতিনিধি মাসুদ পারভেজ সহ জেলা প্রশাসক কার্যালয় সহকারী কমিশনার গন এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়া সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় জেলা প্রশাসক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী স্বপ্ন বাস্তবায়নে নিম্নআয়ের মানুষের মাঝে সহজেই পণ্য সামগ্রী বিক্রয় কার্যক্রমে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা করছে সরকার। এই কার্যক্রমের অংশ হিসেবে জেলা প্রশাসন,সিরাজগঞ্জ এর তত্ত্বাবধানে জেলাধীন সকল পৌরসভার সহ ০৯ টি উপজেলায় ৫৩ জন টিসিবি ডিলারের মাধ্যমে সর্বমোট ১,৬৫,১৩১ জনের ২০ মার্চ, ২০২২ তারিখ হতে টিসিবি’র পণ্য সামগ্রী বিক্রয় করার কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, ১. সিরাজগঞ্জ সদর মোট কার্ড সংখ্যা (পৌরসভা সহ) ৩০,৩০৪, ২. উল্লাপাড়া উপজেলা -২৪,৪৭৫,
৩. শাহজাদপুর উপজেলা- ৩০,৮৪০,
৪.কাজিপুর উপজেলা- ১১,১৪৭,
৫.বেলকুচি উপজেলা- ২৩,২২০,
৬. রায়গঞ্জ উপজেলা – ১৭,৫২৭,
৭.তাড়াশ উপজেলা – ১৩,৪০০,
৮. কামারখন্দ উপজেলা – ৬,২২৪,
৯. চৌহালী উপজেলা – ৭,৯৯৪,
টিসিবি’র পণ্যদি বিক্রয়ের নিম্নোক্ত বর্ণিত দর ও পরিমান ১. চিনি (২কেজি) ২. মশুর ডাল (২ কেজি) ৩. সয়াবিন তেল (২ লিটার) ৪. ছোলা (২ কেজি)।
সিরাজগঞ্জ জেলার সকল পৌরসভার সহ ০৯ টি উপজেলায় সর্বমোট – ১,৬৫, ১৩১ ।