সিরাজগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ৩নং ওয়ার্ড সদস্য আমিনুল ইসলাম খানের বৈদ্যুতিক পাখা জয়ী
আমিরুল ইসলাম,কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সারাদেশের ন্যায় সিরাজগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ৩নং ওয়ার্ড (কামারখন্দ-উল্লাপাড়ার একাংশ) তফসিল ঘোষণার পর থেকেই ভোটারদের মাঝে দারুন উৎসাহ উদ্দীপনা দেখা যেত তারাই ধারাবাহিকতায় আজ ভোটগ্রহণ শেষে সাধারণ সদস্য পদে ৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম খান (বৈদ্যুতিক পাখা প্রতীক)। তার নিকটতম প্রতিদ্বন্দী কামরুল হাসান আমিনুল (হাতী প্রতীক) পেয়েছেন ৩৯ ভোট। কামারখন্দ উপজেলা নির্বাচন কার্যালয় সুত্রে জানা যায়, কামারখন্দ উপজেলার চারটি ও উল্লাপাড়া উপজেলার চারটি ইউনিয়ন নিয়ে গঠিত জেলা পরিষদের ৩নং ওয়ার্ড। এই ওয়ার্ডে মোট ভোটার ১০৬ জন। সোমবার সকাল ৯টা থেকে কামারখন্দ উপজেলার জামতৈল ধোপাকান্দি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয় এবং সুষ্ঠভাবে ভোট গ্রহণ চলে দুপুর ২টা পর্যন্ত। মোট প্রাপ্ত ভোট ১০৫টি। ভোট কেন্দ্রে ভোটগ্রহণ কর্মকর্তারা ছাড়াও নির্বাহী ম্যাজিষ্ট্রেট, পুলিশ, র্যাব, বিজিবি, ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।##
মোঃ আমিরুল ইসলাম
কামারখন্দ, সিরাজগঞ্জ।
১৭-১০-২০২২