সিরাজগঞ্জ চৌহালীতে ১৪/১৫ বছরের এক যুবককে পাওয়া গেছে
চৌহালী প্রতিনিধিঃ
চৌহালী উপজেলায় ঘোড়জান ইউনিয়নের চরজাজুরিয়া গ্রামে মঙ্গলবার ১২ আগস্ট সকালে ১৪/১৫ বছরের একটি ছেলের সন্ধান পাওয়া গেছে ।
ছেলেটির গায়ের রং ফর্সা উচ্চতা ৫ ফুট ৩”ইঞ্চি স্বাস্থ্য মিডিয়াম মাথার চুল হালকা কোঁকড়ানো। নাম-মোঃ রোমান পিতা-মোঃ আঃ ছালাম মাতা- মোছাঃ আসমা বেগম। বাড়ী ময়মনসিং। ছেলেটি এই পরিচয় বলতে পারে।
গতকাল সকালে চর জাজুরিয়া দাখিল মাদ্রাসা ঘোড়জান ইউনিয়ন পরিষদ অস্থায়ী কার্যালয়ের সামনে গ্রামবাসী দেখেন। পরে ছেলেটিকে জিজ্ঞাসাবাদ করলে নাম রোমান পিতার নাম আঃ সালাম মাতার নাম আসমা বেগম ময়মনসিং এটা বলতে পারে আর কিছু বলে না।
আজ সকালে ঘোড়জান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর কার্যালয়ে নিয়ে আসেন স্থানীয় লোকজন।
ঘটনা খুলে বললে ইউপি চেয়ারম্যান বলেন আপাতত মোঃ ইনসাফ আলী তার বাড়িতে রাখতে বলেন। ছেলেটিকে পেতে চাইলে নিম্নে নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে ৷
চেয়ারম্যান মোঃ রমজান আলীর মোবাইল নং ০১৭১৬০২৮৫৯১। মোঃ ইনসাফ আলীর মোবাইল নং ০১৭২৬৯৭১৬১৮। ছেলেটির অভিভাবক আত্মীয়-স্বজনকে জরুরী ভিত্তিতে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।