সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাঃ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় ২৫ পরিচালক নির্বাচিত ।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ নির্বাচন (২০১৯-২০২০) দুই বছর মেয়াদী বিনা প্রতিদ্বন্দ্বীতায় পরিচালক পদে ২৫ জন নির্বাচিত হয়েছে। গত সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে পরিচালক পদে ২৫টি পদে ২৫টি মনোনয়নপত্র জমা পড়া চেম্বার অব কমার্স এর নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মোঃ আব্দুল বারী সেখ বিনা প্রতিদ্বন্দ্বীতায় বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি -২০১৯) বিকেলে ২৫ জনকে নির্বাচিত ঘোষনা করেন। বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত কার্যনির্বাহী পরিচালক পদে নির্বাচিত হলেন, আলহাজ্ব আবু ইউসূফ সুর্য, মোঃওয়াহেদুল ইসলাম, মো: ইসাহাক আলী, মোঃ সোহরাব আলী সুজা, আব্দুল মতিন খান চৌধুরী, মোঃ গোলাম মোস্তফা তালুকদার, শফিক মোহাম্মাদ রুমন, হাজী মোঃ ইয়াকুব আলী, কামরুল হাসান হিলটন, প্রদীপ কুমার রায়, এ্যাড. মোঃ আব্দুল হাকিম, মোহাম্মাদ আলী জিন্নাহ, মোঃ রফিকুল ইসলাম খান, মোঃ আব্দুস সালাম, মোঃ নুরুল ইসলাম, মোঃ আব্দুল মালেক মুন্টু, সুলতান মাহমুদ। বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত কর্যনির্বাহী কমিটির গ্র“প পরিচালক মোঃ আব্দুল ছালাম ও বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত কার্যনির্বাহী কমিটির পরিচালক পদে সদস্য মোঃ ফরিদুল ইসলাম, মোঃ এমদাদুল হক, গাজী মোঃ আব্দুল হামিদ, মোঃ জাহিদুল ইসলাম বাবু, মোঃ সোহেল রানা, মোঃ একরামুল হক, হীরক গুণ। সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মোঃ আব্দুল বারী সেখ, সদস্য গাজী শফিকুল ইসলাম শফি ও সদস্য মোঃ নুরুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানাগেছে।