সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ ক্রসবার-৩ বাঁধের ২টি ধ্বসের স্হানে প্রাথমিক কাজ সম্পন্ন ।

সিরাজগঞ্জ ঃ আজিজুর রহমান মুন্না

সিরাজগঞ্জ যমুনানদী হতে শহর রক্ষা বাঁধ ৩নং-ক্রসবার বাঁধটিতে সম্প্রতি ২টি স্হানে ধ্বস হয়েছিলো । এতে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জরুরীভিত্তিতে দ্রুত ও দক্ষতার সহিত ১৯০ মিটার ধ্বসের স্হানে জিওব্যাগ ও ডাম্পিংয়ের প্রাথমিক সংস্কার কাজ সম্পন্ন করেছে ।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর-২০১৮ রবিবার সকাল ১০টার দিকে নদীর পানি কমতে থাকায় নদীর তলে ঘূর্ণায়মান স্রোতের কারনে মাটি সরে যাওয়ায় নদীর প্রবাহমান ধারা অস্বাভাবিক হয়ে ২টি স্হানে ১৯০ মিটার ধ্বস হয়েছিল। পানি উন্নয়ন বোর্ড (পাউবো)’র নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলামের নেতৃত্ব উপবিভাগীয় প্রকৌশলী একেএম রফিকুল ইসলাম,মোঃরফিকুল ইসলাম, সিরাজগঞ্জ পাউবো’র উপ-সহকারী রনজিৎ কুমার সরকার তাৎক্ষণিক দিন-রাত বিরামহীনভাবে ঠিকাদার দিয়ে জিওব্যাগ ও ডাম্পিংয়ের কাজ করায় শংন্কা মুক্ত হয়। এবং এ সময় বাঁধটি উর্ধতন কর্মকর্তারা পরিদর্শন করেন। রনজিৎ কুমার সরকার বলেন,আমরা ধ্বসের ২টি স্হানে সংস্কারের প্রাথমিক কাজ সমাপ্ত করা হলে সার্বক্ষণিক পর্যাবেক্ষণ ও জরিপ করা অব্যাহত রয়েছে। আগামীতে পরিপূর্ণ ভাবে পরিকল্পনা গ্রহণ করেছি এবং সম্ভাব্য চাহিদা উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এটা পরবর্তীতে শীঘ্রই স্হায়ীভাবে ধ্বসের ২টি স্হানে পূর্বের মত পূর্ণাঙ্গ রুপ পাবে। পানি উন্নয়ন বোর্ড সব সময় বাঁধের সুরক্ষার জন্য পর্যবেক্ষণ ও নজরদারি করছে। শুধু ক্রসবার ৩ নয় ১,২,৪, ক্রসবার প্রতিদিনই নজরে রাখছি। যেকোন সময় বাঁধের ক্ষতি গ্রস্হ বা কিছু হলে তার প্রটেকশন দেওয়ার সামগ্রী ও ব্যবস্হা আমরা রাখি।