সিরাজগঞ্জ ক্রসবার- ৩ এর ৩টি স্হানে ধ্বস।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের শহর রক্ষার যমুনা নদীর ৩ নং ক্রসবার বাঁধে হঠাৎ ভাঙন দেখা দিয়েছে। মাত্র তিন ঘণ্টার ব্যবধানে বাঁধের প্রায় ৫০ মিটার জুড়ে ৩ টি স্হানে ভাঙনের ধ্বস নেমেছে।
রোববার (৭ অক্টোবর) সকাল ১০টা থেকে যমুনার ক্রসবার বাঁধ-৩ এর দক্ষিণ প্রান্তে ভাঙন শুরু হয়।সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-সহকারী প্রকৌশলী রণজিত কুমার সরকার জানান, যমুনার পানি কমতে থাকায় বাঁধের নিচের অংশ থেকে মাটি সরে যাচ্ছে। এ কারণে ভাঙন শুরু হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাঁধের ৫০ মিটার অংশ ভেঙে গেছে।
পাউবো’র নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, ভাঙনরোধে এরইমধ্যে জিও ব্যাগ ডাম্পিং শুরু করা হয়েছে। পানি কমে গেলে বাঁধের ক্ষতিগ্রস্ত অংশগুলো পুনঃসস্কারের প্রয়োজনীয় ব্যবস্হা করা হবে।