সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ কালিয়াহরিপুরের মেধাবী শিক্ষার্থী আসলামকে জেলা প্রশাসকের শিক্ষা অনুদান।

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ

বাংলাদেশের অন্যতম শীর্ষ বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় ২৩ তম স্থান অর্জনকারী ‘দারিদ্র্য’ মেধাবী শিক্ষার্থী সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর গ্রামের আসলাম শেখের হাতে অনুদানের নগদ টাকা তুলে দিয়েছেন জেলা প্রশাসক, কামরুন নাহার সিদ্দিকা।
মঙ্গলবার (২০ নভেম্বর’১৮)সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে আসলামকে ডেকে নিয়ে অনুদানের নগদ টাকা তুলে দেন তিনি।

জেলা প্রশাসক সাংবাদিকদের বলেন, অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে দারিদ্র্য মেধাবী শিক্ষার্থীদের তুলে ধরতে হবে। অর্থাভাবে কোনো মেধাবী ছাত্রের লেখাপড়া যাতে বন্ধ হয়ে না যায় সেদিকে খেয়াল রেখে সংবাদ প্রকাশ করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ফিরোজ মাহমুদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন, বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) সহকারী ম্যানেজার সাফিউল হাসান প্রমুখ।

সদর উপজেলার কালিয়া হরিপুর গ্রামের ‘দারিদ্র্য’ আব্দুস ছালাম শেখের ছেলে আসলাম শেখ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বিজ্ঞান বিষয়ে ‘সি’ ইউনিটে মেধাতালিকায় স্থান পান। কিন্তু অর্থাভাবে তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছিলেন না।

এ বিষয়ে রোববার (১৮ নভেম্বর) মিডিয়ায় ‘মেধাতালিকায় ২৩তম আসলামকে থামিয়ে দিতে চায় দারিদ্র্য’এই শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি নজরে এলে গাইবান্ধার অসহায় মানব কল্যাণ ফাউন্ডেশনের পরিচালক শেখ মামুন-উর-রশিদ জেলা ও উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন এবং এ ব্যাপারে সহযোগিতার অনুরোধ করেন।

গত সোমবার (১৯নভেম্বর’১৮) সিরাজগঞ্জ সদর উপজেলার ইউএনও আসলামকে নিজ কার্যালয়ে ডেকে অনুদানের নগদ টাকা তুলে দিয়েছেন।