সিরাজগঞ্জ কওমী জুট মিলস্ হাই স্কুলের মিলন মেলার পূর্ব প্রস্তুতিমূলক সভা
বিশেষ প্রতিনিধি : মোঃ নাজমুল হোসেন রাজা
সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী কওমী জুট মিলস হাই স্কুলের সকল সাবেক শিক্ষার্থীদের মিলন মেলার -২০২০ এর পূর্ব প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার বিকেলে ৪ টায় কওমী জুট মিলস্ হাই স্কুলের মাঠ প্রাঙ্গণে এক পূর্ব প্রস্তুতি মূলক সভায় সভাপতিত্ব করেন ১৯৯৭ ব্যাচের সাবেক ছাত্র মোঃ রবিউল আলম পলাশ। উক্ত সভায় মোঃ রবিউল আলম পলাশকে আহবায়ক করে এবং মোঃ রানাকে সদস্য সচিব করে একটি আংশিক কমিটি গঠন করা হয়। এসময় সাবেক ছাত্র নেতা, জাতীয় শ্রমিক লীগ, পৌর শাখার আহবায়ক খালেদ মোশারফ শাওন , রেইন,বেলাল,রানা,ছাত্র নেতা মোঃ ইমরান ,ছাত্র নেতা তানভীর , সৌরভ, লিমন, বিশিষ্ট সাংবাদিক মোঃ নাজমুল হোসেন রাজা সহ অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী গণ উপস্থিত ছিলেন ।
সবার সিদ্ধান্তে ক্রমে মিলন মেলা- ২০২০ এর রেজিষ্ট্রেশনের শেষ তারিখ আগামী ১০ জনু -২০২০ নিধারিত করা হয়। এবং আগামী ঈদউল আযহা তৃতীয় দিনে মিলন মেলাটি অনুষ্ঠিত হবে বলে জানান মেলার আয়োজকেরা । আলোচনা সভা শেষে জাতীয় শ্রমিক লীগ, পৌর শাখার আহবায়ক খালেদ মোশারফ শাওন জানান, সিরাজগঞ্জ ঐতিয্য বাহি কওমী জুট মিলস হাইস্কুলের মিলনমেলা আগামী ঈদুল আযহার তৃতীয় দিন অনুষ্ঠিত হবে। তারই অংশ হিসাবে আজকে আলোচনা সভায় মধ্যে দিয়ে যেসকল সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে । বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ব্যানার-ফেস্টুন লাগানোর লাগিয়ে সকল শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন আহবান জানাছি। যারা এক বছর হলেও আমাদের স্কুলে অধ্যয়ন করেছেন তাদের সকলকে নিয়েই আমরা এই মিলন মেলার আয়োজন করতে চাই। মিলন মেলাটি সফলভাবে সম্পন্ন করার জন্য সকলকে ঐক্য বন্ধ ভাবে কাজ করার আহ্বান জানায়।