সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ ইন্সটিটিউট অব টেকনোলজি (সিট)-এর নবীন বরণ অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ

‘কারিগরি শিক্ষা নিলে, বিশ্বজুড়ে কর্মে মিলে’ এই শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে প্রতিষ্ঠিত সর্বপ্রথম ও সর্ববৃহৎ প্রতিষ্ঠান “সিরাজগঞ্জ ইন্সটিটিউট অব টেকনোলজি (সিট)”-এর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে শহরের রেলগেটস্থ সিট ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিটের ভাইস প্রিন্সিপাল আশরাফুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ আব্দুল কাদের সেখ।  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির পরিচালক (প্রশাসন) ও ছাতিয়ানতলী মোড়গ্রাম টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ মো. শরীফুল ইসলাম।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নতুন ভর্তিকৃত নবাগত ছাত্রছাত্রী ,বিভিন্ন পর্বের শিক্ষার্থী এবং অত্র প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শাহ আলম, নিশাত পারভীন, তিথি খান, আবুল কালাম আজাদ ও ফরিদুল ইসলামসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

এসময় বোর্ডের সমাপনী পরীক্ষা-২০২৪-এ কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তদের মধ্যে ছিলেন—কম্পিউটার বিভাগের আবেদ মাহমুদ, সিভিল বিভাগের তানজিলা খাতুন ও মাসুদ রানা, ইলেকট্রিক্যাল বিভাগের আলী হাসান এবং কম্পিউটার বিভাগের লিমা খাতুন।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, বাংলাদেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে হলে ভবিষ্যৎ প্রজন্মকে প্রযুক্তি ও উদ্ভাবনী শক্তির বিকাশে দক্ষ করে গড়ে তুলতে হবে। জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তির যথাযথ ব্যবহারই দেশের উন্নয়নের মূল চাবিকাঠি।

অনুষ্ঠানটি নবীন শিক্ষার্থীদের উজ্জীবিত করার পাশাপাশি তাদের ভবিষ্যতে কর্মময় জীবনের  সাফল্য নির্ভর অনুপ্রেরণামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।