সিরাজগঞ্জ ইকোনমিক জোনের ভুমি অধিগ্রহণের চেক প্রদান।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের অধিগ্রহন কৃত জমি বাবদ প্রধানমন্ত্রী প্রদত্ত অনুদানের চেক প্রদান করা হয়েছে। সোমবার ( ৪ ফেব্রয়ারি -২০১৯) দুপুরে বেলকুচি উপজেলার বেড়া খাড়ুয়া গ্রামে আনুষ্ঠানিক ভাবে জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা বেড়া খাড়ুয়া, খাস বড় শিমুল, চক বয়ড়া, বয়ড়া মাসুম মৌজার ১শ জন কৃষকের মধ্যে ৮ কোটি টাকা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ ইকোনমিক জোন লিমিটেডের পরিচালক শেখ মনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইফতেখারুল ইসলাম শামীম, বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ, জেলা ভুমি অধিগ্রহণ কর্মকর্তা ওবায়দুল্লাহ, সহকারী কমিশনার (ভুমি) আফসানা ইয়াসমিন, ইউপি চেয়ারম্যান সোনিয়া সবুর আকন্দ, প্রমুখ।
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের পরিচালক শেখ মনোয়ার হোসেন জানান, ভুমি অধিগ্রহণ বাবদ ১২শ জন আবেদন করেছেন। এর মধ্যে মোট ১১৬ জনকে এর আগে এবং আজকে ১শ জনকে ৮ কোটি টাকা অনুদান দেয়া হলো। আগামী ৩ বছরের মধ্যে ইকোনমিক জোন পুর্নাঙ্গ রুপ পেলে এখানে ৫ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। আমাদের ঘরের কাছেই কাজের সন্ধ্যান মেলায় গ্রাম সহসাই হয়ে উঠবে শহরে রুপান্তর।