সিরাজগঞ্জ আনসার ও ভিডিপির আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচী-২০১৯ অনুষ্ঠিত
শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জঃ
“শিক্ষায় বন প্রতিবেশ, আধুনিক বাংলাদেশ” স্লোগান কে ধারণ করে জেলা কমান্ড্যান্ট মির্জা সিফাত-ই-খোদা এর নেতৃত্বে সিরাজগঞ্জ জেলা আনসার ও ভিডিপি এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচী-২০১৯ পালিত হয়েছে। সোমবার (৯সেপ্টেম্বর) এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচীর শুরুতেই জেলা আনসার ভিডিপি এর কমান্ড্যান্ট এর নেতৃত্বে জেলা অফিস থেকে একটি সচেতনতা মূলক র্যালী বের হয়ে শহরের মুক্তির সোপান সহ শহরের প্রধা এলাকা প্রদক্ষিণ করে। বৃক্ষরোপণ কর্মসূচিতে জেলার আনসার ভিডিপির অফিস সহ অন্যান্য সরকারি অফিস, জেলার বিভিন্ন উপজেলা ও থানার সরকারি জায়গা ও অফিস সহ অন্যান্য স্থাপনার জন্য সর্বমোট ১৯৯০ টি ফলজ, বনজ ও ভেষজ বৃক্ষ রোপণ ও বরাদ্দ দেয়া হয়।
জেলা কমান্ড্যান্ট মির্জা সিফাত-ই-খোদার সুযোগ্য নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোহাম্মদ জসীম উদ্দিন, সার্কেল এ্যাডজুট্যান্ট, ও সিরাজগঞ্জ জেলার ৯টি উপজেলার আনসার ভিডিপি কর্মকর্তাগণ, উপজেলা প্রশিক্ষক ও প্রশিক্ষিকাগণ, উপজেলা কোম্পানী কমান্ডার, সহকারী উপজেলা কোম্পানী কমান্ডার, উপজেলা মহিলা প্লাটুন ও সহকারী প্লাটুন কমান্ডার, ইউনিয়ন প্লাটুন ও সহকারী প্লাটুন কমান্ডার, ইউনিয়ন ও ওয়ার্ড দলনেতা ও দলনেত্রী এবং ভিডিপি সদস্যগণ।