সাফল্য ঐতিহ্য গৌরবের ১৫০ বর্ষপূর্তি, বরণে বর্ণিল সাজে সাজছে সিরাজগঞ্জ পৌরসভা।
শুভ কুমার ঘোষ, নিজস্ব প্রতিনিধিঃ
ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ পৌরসভার ১৫০ বর্ষপূর্তি উপলক্ষে নানান রকমের বর্নাঢ্য আয়োজনের প্রস্তুতি চলছে। নতুন করে সাজতে শুরু করেছে সিরাজগঞ্জ শহর ও পৌরসভা এলাকা। সিরাজগঞ্জ পৌরসভা কতৃক আয়োজিত ৩১ মার্চ ও ১ এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া ২দিন ব্যাপী বর্নাঢ্য এই অনুষ্ঠানে থাকছে আনন্দ র্যালি, আতশবাজি, গুনীজন সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজন।
সরেজমিনে শহর ঘুরে ও কতৃপক্ষের সংগে কথা বলে জানা গেছে, “সাফল্য, ঐতিহ্য ও গৌরবের ১৫০ বছর” স্লোগান কে সামনে নিয়ে, বর্তমান নগর পিতা, সিরাজগঞ্জ পৌরসভার বর্তমান সফল মেয়র জনাব সৈয়দ আব্দুর রউফ মুক্তা (মুক্তা সিরাজী) এর আমন্ত্রনে আয়োজন করা হচ্ছে এই ১৫০ বর্ষপূর্তি অনুষ্ঠান।
অনুষ্ঠানের প্রথন দিন ৩১ মার্চ থাকবে আনন্দ র্যালী, আতশবাজি ও গুনীজন সংবর্ধনা। এতে প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করবেন সিরাজগঞ্জের উন্নয়নের রূপকার, সিরাজগঞ্জ কামারখন্দ বাসীর ভালবাসা ও আস্থার প্রতীক, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক, ৬৩,সিরাজগঞ্জ-২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব কবির বিন আনোয়ার, সচিব, পানি সম্পদ মন্ত্রণালয়। প্রথমদিনের এই অনুষ্ঠান অনুষ্ঠীত হবে শহীদ এম, মনসুর আলী অডিটেরিয়ামে।
২য় দিন ১এপ্রিল কালেক্টরেট স্কুল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে বিশাল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। যাতে গাইবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গায়িকা সাবিনা ইয়াসমিন, বাংলাদেশের কিশোর কুমার খ্যাত শিলী আতিক হাসান সহ খ্যাতি সম্পন্ন স্থানীয় ও বাইরের আরো অনেক শিল্পী। এছাড়াও উপস্থিত থাকবেন স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব তাহমিনা হোসেন কলি সহ অন্যান্য সাংস্কৃতিক কর্মীগন। থাকবে জাতীয় ও স্থানীয় পর্যায়ের নৃত্যশিল্পীদের পরিবেশনায় নানান রকমের নৃত্য। অনুষ্ঠানের উপস্থাপিকা হিসেবে থাকবেন সুনাম ধন্য মডেল নওশিন নাহরিন মৌ।
খোজ নিয়ে জানাগেছে বড় এই প্রোগ্রামে বিপুল পরিমান লোক সমাগম ঘটতে পারে। সেটা মাথায় রেখে প্রস্তুত আছেন আইন শৃঙ্গলা রক্ষাকারী বাহিনী ও। এই বিশাল আয়োজনে যেন কেও কোনো প্রকার অপ্রীতিকর কিছু ও আইন শৃঙ্গলার অবনতি না ঘতাতে পারে তার জন্য থাকবে কয়েক স্তর বিশিষ্ট বিশেষ নিরাপত্তা ব্যাবস্থা।
সরেজমিনে দেখা গেছে অনুষ্ঠানটি সুন্দর ও সফল করতে দিনরাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন এর সংগে জড়িত কলা কুশলী শিল্পী সহ অনেকেই।