সরিষাবাড়ী’র এ আর খান আর্দশ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত।
সরিষাবাড়ী(জামালপুর)প্রতিনিধি: তৌকির আহাম্মেদ হাসু
জামালপুরের সরিষাবাড়ীতে ভাটারা এ.আর খান আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল শনিবার দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও নবীন বরন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরন ভাটারা এআর খান আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছামিউল হক স্বাগত বক্তব্য রাখেন। এতে ভাটারা এ.আর খান আদর্শ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোঃ রবিউল ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথি দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় ঢাকার উপ-পরিচালক আবু বকর সিদ্দিক বক্তব্য রাখেন।এ সময় ভাটারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন,বিদ্যালয়
পরিচালনা পর্ষদের সভাপতি মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল হালিম,উপজেলা দুদকের সভাপতি বাহাদুর আলী,সিনিয়র সহকারী শিক্ষক রেজাউল করিম ভূইয়া,শিক্ষক শফিকুল ইসলাম, আমিনুল ইসলাম ভূইয়া,তারিকুল ইসলাম, দাতা সদস্য ও সাবেক সভাপতি আলহাজ রেজাউল করিম খান,সাবেক সহ সবাপতি আলহাজ আনোয়ার হোসেন ভূইয়া,সরিষাবাড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবুল হোসেন,যুগ্ম সম্পাদক তৌকির আহাম্মেদ হাসু প্রমুখ বক্তব্য রাখেন।পরে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ভাটারা এআর খান আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৫’শ শিক্ষার্থীরা ২৪টি ইভেন্টে বার্ষিক
ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে।