সরিষাবাড়ীতে মেধাবী ছাত্রী অন্তরা’র মৃত্যুর সাথে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন
সরিষাবাড়ী(জামালপুর)প্রতিনিধিঃ তৌকির আহাম্মেদ হাসু
জামালপুরের সরিষাবাড়ী সালেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর মেধাবী ছাত্রী ছোঁয়া সাহা(অন্তরা)এর উত্যক্তকারী এবং অস্বাভাবিক মৃত্যুর সাথে জড়িতদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তীর দাবীতে মানববন্ধন হয়েছে।গতকাল রোববার সকাল ১১টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ,বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ,বাংলাদেশ হিন্দু পরিষদের যৌথ উদ্দ্যোগে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সামনে ঘন্টাব্যাপী এ মানব বন্ধন হয়েছে।
মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য রাখেন-বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সরিষাবাড়ী উপজেলা শাখার সহ সভাপতি রমেশ চন্দ্র সুত্রধর,সহ সভাপতি পৌর কাউন্সিলর কালাচান পাল,সাংগঠনিক সম্পাদক দীপক কুমার সাহা,আইন বিষয়ক সম্পাদক এ্যাড শিবলু কুমার ঘোষ,বাংলাদেশ হিন্দু পরিষদ সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি প্রিতম সরকার হীরন,সাধারন সম্পাদক মলয় কুমার চত্রবর্তী,নিহত অন্তরার পিতা নারায়ণ চন্দ্র সাহা প্রমুখ। বক্তারা বলেন,শিক্ষার্থী ছোঁয়া সাহা(অন্তরা)এর উত্যক্তকারী এবং অস্বাভাবিক মৃত্যুর সাথে জড়িত মামলার প্রধান আসামী তানিন তালুকদারকে গ্রেফতার করে নিশ্চুপ রয়েছে। পুলিশ অবশিষ্ট ছয় আসামীদের গ্রেফতার করছেন না।নিহতের পরিবার পরিজনকে নানা হুমকি-ধামকি দিচ্ছে আসামীর পরিবার পরিজন।তাইঅবিলম্বে ছয় আসামীদে’র গ্রেফতার করে আইনের আওতায় নেওয়া না হলে কঠোর কর্মসূচী ঘোষনা দেয়ার হুশিয়ারী উচ্চারন করেন বক্তারা।