সরিষাবাড়ীতে মহিলাদের ক্ষমতায়ন বিষয়ে উঠোন বৈঠক অনুষ্ঠিত
তৌকির আহাম্মেদ হাসু,সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ
জামালপুরের সরিষাবাড়ীতে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন বিষয়ে উঠোন বৈঠক হয়েছে।তথ্যকেন্দ্র সরিষাবাড়ীর আয়োজনে সোমবার উপজেলার কামরাবাদ ইউনিয়নের কয়ড়া গ্রামের ফজলুল হকের বাড়ীতে স্বাস্থ্য ও আয়বর্ধক বিষয় সহ বিভিন্ন বিষয়ে অর্ধ শতাধিক মহিলাদের নিয়ে উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়েছে।গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রালয়ের জাতীয় মহিলা সংস্থা’র অধীন তথ্য আপ-ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প(২য় পর্যায়ে) এর তথ্যকেন্দ্র সরিষাবাড়ী এ আয়োজন করে। উঠোন বৈঠকে তথ্য সেবা কর্মকর্তা,সরিষাবাড়ী সাদিকুন্নাহার এর সভাপতিত্বে উপজেলা পল্লী জীবিকায়ন কর্মসূচীর ম্যানেজার ফরিদা পারভীন,দৈনিক নবতান পত্রিকার নির্বাহী সম্পাদক ও সরিষাবাড়ী প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মোঃ আবুল হোসেন,তথ্য সেবা সহকার আশিকা সুলতানা,পলি খাতুন,প্রথম আলো সরিষাবাড়ী প্রতিনিধি শফিকুল ইসলাম,সমাজ সেবক হায়দর আলী সরিষাবাড়ী প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক তৌকির আহাম্মেদ হাসু বক্তব্য রাখেন।