সরিষাবাড়ীতে বয়স্ক ভাতা তুলতে এসে লাশ হয়ে ফিরল বৃদ্ধা হালিমা বেগম
তৌকির আহাম্মেদ হাসু ,সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ীতে বয়স্ক ভাতা তুলতে এসে লাশ হয়ে ফিরল এক বৃদ্ধা
হালিমা বেগম (৮০) । গতকাল সোমবার দুপুর সোনালী ব্যাংক লিমিটেড
উপজেলা কমপ্লেক্ধসঢ়;্র শাখার বারান্দায় এ ঘটনা ঘটে।
নিহতের পারিবারিক ও সোনালী ব্যাংক লিমিটেড সূত্রে জানা গেছে,
সরিষাবাড়ী পৌর সভার কোনাবাড়ি গ্রামের মৃত মহর শেখের স্ত্রী হালিমা
বেগম(৮০) গতকাল সোমবার বেলা ১১টায় তার মেয়ে ছানোয়ারা বেগমকে
সাথে নিয়ে সোনালী ব্যাংক উপজেলা কমপ্লেক্স শাখায় বয়স্ক ভাতা উত্তোলন
করতে আসেন।ব্যাংকে ভিড় থাকায় হালিমা বেগম তার ভাতার জন্য ব্যাংকের
বারান্দায় অপেক্ষা করতে থাকেন। আনুমানিক দুপুর ১২টায় হালিমা বেগম
বারান্দায় হঠাৎ অসুস্থ্য হয়ে পড়েন।এ সময় মেয়ে ছানোয়ারা বেগম ব্যাংকের
বারান্দায় থেকে হালিমা বেগমকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ধেসঢ়;্র
নেওয়ার চেষ্টা করেন। পরে হালিমা বেগম ব্যাংকের বারান্দাতেই মারা যান
তিনি।
এ ঘটনার খবর পেয়ে নিহত হালিমা বেগমের বাড়িতে হাজির হন উপজেলা
নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ। নিহতের পরিবার পরিজনের কাছে
ইউএনও শিহাব উদ্দিন আহমদ ৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান
করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা
হুমায়ূন কবীর, উপজেলা কমপ্লেক্স সোনালী ব্যাংক শাখার ভারপ্রাপ্ত ব্যবস্থাপক
আবু তাহের,পৌর প্যানেল মেয়র মোহাম্মদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।