জাতীয়

সরিষাবাড়ীতে  বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত

তৌকির আহাম্মেদ হাসু সরিষাবাড়ী(জামালপুর) প্রতিনিধিঃ

জামালপুরের ঐতিহ্যবাহী সরিষাবাড়ী আরডিএম মডেল উচ্চ বিদ্যালয়ের ৯৯তম বার্ষিক মিলাদ মাহফিল এবং এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল গতকাল মঙ্গলবার বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সরিষাবাড়ী আরডিএম মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম বক্তব্য রাখেন। আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক এ্যাডভোকেট জহুরুল ইসলাম মানিক,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বেগম জহুরা লতিফ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোজাম্মল হক,শিমলা বাজার টাউন বর্ণিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা জিন্নাহ প্রমূখ সহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।