সরিষাবাড়ীতে পাওনা সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগ
তৌকির আহাম্মেদ হাসু ,সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :
জামালপুরের সরিষাবাড়ীতে প্রাপ্য সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার মহাদান ইউনিয়নের খাগুরিয়া পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। অভিযোগে জানা গেছে-সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের খাগুরিয়া পশ্চিম পাড়া গ্রামের মৃত মাজম আলী তার ৩ ছেলে ও ২ মেয়ে এবং স্ত্রী রেখে মারা যান। মাজম আলী মারা যাওয়ার পর তার রেখে যাওয়া সম্পত্তি’র অংশীদারী জলিমন,আব্দুস সাত্তার,আব্দুল খালেক কে হিস্যানুযায়ী বন্টন না দিয়ে আব্দুস ছবুর (কাজী) জবর দখলে রেখেছেন বলে বঞ্চিতদের অভিযোগ।মৃত মাজম আলীর স্ত্রী জলিমন বেওয়া ছেলে আব্দুস সাত্তার,আব্দুল খালেক তার পৈতৃক সম্পত্তি হিস্যানুযায়ী দাবী -দাওয়া করলে তাদের কে নানা গালিগালাজ ভয়- ভিতী প্রর্দশন সহ মারপিট করতে যায় আব্দুস ছবুর খান সহ তার স্ত্রী,ছেলে- মেয়েরগন। এর পরে ভ’মি বন্টন নিয়ে নিরক্ষর আব্দুস সাত্তার,আব্দুল খালেক স্থানীয়ভাবে গ্রাম্য সালীশে কাজগ-পত্র উপস্থাপন করার জন্য বার বার চেষ্টা করেও ব্যার্থ হন তারা। বঞ্চিতরা তাদের প্রাপ্য অংশ আব্দুস ছবুর খানের নিকট দাবী করলেও বৃদ্ধাংগুলি প্রর্দশন করে পাশ কাটিয়ে যান।
পৈতৃক সম্পত্তি বঞ্চিত আব্দুস সাত্তার,আব্দুল খালেক এর পাওনা সম্পত্তি বেহাত হওয়ায় দিন মুজুরের কাজ করছেন এবং বৃদ্ধা জলিমন বেওয়া ভিক্ষাবৃত্তি করে অন্যর ভিটে মাটিতে বসবাস করে মানবেতর জীবন যাপন করছেন। ভুক্তভোগী আব্দুল খালেক ২০১৯ সালের ১৫ নভেম্বর তার পৈতৃক সম্পত্তি চাইলে গেলে তাকে মারপিট করার চেষ্টা সহ জমি দাবী করিলে খুন জখম করবে বলে হুমকি প্রর্দশন করার ঘটনায় আব্দুল খালেক বাদী হয়ে সরিষাবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেন।অভিযোগে আব্দুস ছবুর খান কে প্রধান বিবাদী করে তার ছেলে মোস্তাফিজুর রহমান বাবু,মাইনুল ইসলাম,মাসুদ,স্বপ্না বেগম,ছালমা,গোলাপী,সেতু সহ অজ্ঞাত নামা ২/৩ কে বিবাদী করা হয়। অজ্ঞাত কারনে বিভিন্ন অজুহাতে পুলিশের আইনী বিচার থেকে আব্দুস ছবুর খান সু কৌশলে বঞ্চিত করেছে বলে আব্দুল খালেকের অভিযোগ।
এ ব্যাপারে অভিযুক্ত আব্দুস ছবুর খান এর সাথে মোবাইলে ফোন করলে তিনি তা রিসিভ করেননি। পরে তার ছেলে মোস্তাফিজুর রহমান বাবু‘র নিকট মোবাইল ফোন করলে তিনি বলেন,আব্দুল খালেক তার পাওনা অংশ জমি বিক্রি করে দিয়েছে। সে আমাদের নিকট কোন জমি পায়না।সাংবাদিকরা আমাদের বিরুদ্ধে মিথ্যা রিপোর্ট করলে তার বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নিবেন বলে হুমকি প্রর্দশন করেন।