সরিষাবাড়ীতে জমি জবর দখল নিয়ে সংঘর্ষে আহত-১০,আটক-৩
তৌকির আহম্মেদ হাসু,সরিষাবাড়ী (জামালপুর)প্রতিনিধি :
জামালপুরের সরিষাবাড়ীতে জমি জবর দখলে,কেন্দ্র করে সংঘর্ষে ১০ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। সংঘর্ষে বাধাদানকারীদের মারপিট করে পুলিশে সোর্পদ করার অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা। গতকাল সোমবার সকাল সাড়ে ৯ টায় পৌরসভার বাউসী বাঙ্গালী এলাকায় এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে সরিষাবাড়ী থানার এস আই ঈমান আলী’র নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
ভুক্তভোগী পরিবার সুত্রে জানা গেছে-সরিষাবাড়ী পৌরসভার বাঙ্গালী মৌজার ৩৭ শতাংশ জমি বাঙ্গালী মহল্লার মৃত শাহেদ আলী শেখের ছেলে হুসেন আলী,নবা মন্ডলের ছেলে আব্দুল মালেকের সাথে একই মহল্লার পৈতৃকসুত্রে প্রাপ্ত দাবীদার মৃত রণা মন্ডলের ছেলে সুরুজ,কালু,নাতিন রফিক এর সাথে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। বিরোধপূর্ন জমিতে গতকাল সোমবার সাড়ে ৯ টার দিকে হুসেন আলী ও আব্দুল মালেক সহ ভাড়াটিয়া সম্রাট নামে এক ব্যাক্তি লোকজন নিয়ে মাটি ফেলে জোরপৃব ভূমি জবর দখল করতে গেলে কালু সুরুজ,রফিক সহ অনান্য অংশীদারগন জবর দখলে বাধা প্রদান করলে দু-পক্ষের মাঝে সংর্ঘষ বাধে।সংঘর্ষে কালু(৫৫) সুরুজ( ৫৪) রফিক( ৩০) মজিরন(৪৫) মনোয়ারা(৪০) মিলন(২৫) খুশি( ২২) অবনা (৪৫) নাজমা (৫০) সহ অন্তঃত ১০জন আহত হয়। গুরুতর আহতদের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে এবং বাকীদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। প্রভাবশালীরা মারধর করার পর প্রকৃত ভূমি মালিক সুরুজ,কালু,রফিক কে দৌড়িয়ে ধরে পুলিশে সোপর্দ করে। পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মাজেদুর রহমান বলেন, জমি দখল নিয়ে সংঘর্ষের ঘটনার পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ঘটনাস্খল খেকে ৩ জন কে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ পেলে জেল হাজতে পাঠানো হবে।