সারাদেশ

সরিষাবাড়ীতে কৃষককে পিটিয়ে হাসপাতালে পাঠালেন শাহিন মাষ্টার

 

তৌকির আহাম্মেদ হাসু, স্টাফ রিপোর্টার :

জামালপুরের সরিষাবাড়ীতে হাল চাষের বাকি টাকা চাওয়ায় এক কৃষককে পিটিয়ে গুরুত আহত করেছে আলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহিন মাষ্টার। ঘটনাটি ঘটেছে গত বুধবার (০১ আগষ্ট) মেষ্টা ইউনিয়নের চান্দের হাওড়া গ্রামে শাহিন মাষ্টার এর বসতবাড়ী পাশের জমিতে।

আহত কৃষকের পরিবার সূত্রে জানা যায়, জামালপুর সদর মেষ্টা ইউনিয়নের চান্দের হাওড়া গ্রামের মৃত মেজবাহ উদ্দিনের ছেলে শাহিন মাষ্টারের জমিতে গত বছর বোরো স্কীমে রব্বানী টাক্টর দিয়ে হাল চাষ করে।

শাহিন মাষ্টারের কাছে ওই স্কীমে হাল চাষ বাবদ ২ হাজার ২শ টাকা পায় কৃষক রব্বানী। এবার স্কীমে শাহিন মাষ্টার জমিতে হাল চাষ করে দিতে বললে বাকি টাকা চায় রব্বানী। বাকি টাকা চাওয়ায় কৃষক রব্বানী ও শাহিন মাষ্টারের
মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাটির এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে শাহিন মাষ্টার কৃষক রব্বানীকে কিলঘুষি ও পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় রব্বানীর ছেলে রাজু (১৪) কেও মারপিট করে শাহিন মাষ্টার। পরিবারের লোকজন তাদেরকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

শাহিন মাষ্টারের ঘুষিতে কৃষক রব্বানীর তিনটি দাঁতের মাড়িতে রক্ত জমে গেলে প্রযুক্তি ডেন্টাল কেয়ারে দাঁত তিনটির অপারেশন করা হয়। এ বিষয়ে শাহিন মাষ্টার সত্যতা স্বীকার করে বলেন কিলঘুষি মেরেছি।

এ বিষয়ে ভাটারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন বাদল বলেন, ঘটনাটি শুনে গুরুতর আহত অসহায় কৃষক রব্বানীর খোজখবর নিতে হাসপাতালে গিয়েছিলাম।