সরিষাবাড়ীতে ঈদ উল ফিতরে ২০,২৮৪ কার্ডধারী পাবেন ভিজিএফ’র ১৫ কেজি করে চাল
সরিষাবাড়ী (জামালপুর)প্রতিনিধিঃ
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌর সভার অধীন অসহায়-অস্বচ্ছল ২০,২৮৪ কার্ডধারীরা ঈদ উল ফিতর উপলক্ষে পাবেন প্রতিজন ১৫ কেজি করে চাল।এ চাল ২৭ রমজানের মধ্যে বিতরনের জন্য সরকারের পক্ষ থেকে নির্দেশনা রয়েছে বলে জানা গেছে। জানা গেছে-সরিষাবাড়ী উপজেলার অসহায়-অস্বচ্ছলরদের মধ্যে সাতপোয়া ইউনিয়নে ২৩৪০ কার্ড,পোগলদিঘায়-৩৯৩৬.ডোয়াইলে-৩২০০,আওনায়-২২১০,পিংনাতে-২১৪৮ ভাটারায়-২৪৭৬,কামরাবাদে-১৩৫৩,মহাদানে-২৬২১ জনকে প্রতিজন ১৫ কেজি করে মোট-৩০৪ মেঃ টন চাল বিতরন করা হবে।