সরিষাবাড়ীতে আওয়ামীলীগের মতবিনিময় সভা।
সরিষাবাড়ী(জামালপুর) প্রতিনিধিঃ তৌকির আহাম্মেদ হাসু
জামালপুরের সরিষাবাড়ী উপজেলা আওয়ামীলীগের জরুরী মতবিনিময় সভা গতকাল বুধবার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে জরুরী মতবিনিময় সভায় উপজেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটি,উপদেষ্টা মন্ডলী,অঙ্গ ও সহযোগী সংগঠন,ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ সহ মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দরা অংশনেন। মতবিনিময় সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশা সভাপতিত্ব করেন।সভায় জেলা আওয়ামীলীগের সমন্বয়ক জামালপুর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ অধ্যক্ষ মোঃ আশরাফ হোসেন তরফদার,যুগ্ম সম্পাদক শফি সালেহ গেন্দা,সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন ছানু, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক উপাধক্ষ্য হারুন অর রশীদ মতবিনিময় সভা পরিচালনা করেন।