সরিষাবাড়ীতে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীকে ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানোর অভিযোগ।
তৌকির আহাম্মেদ হাসু, সরিষাবাড়ী (জামালপুর) :
জামালপুরের সরিষাবাড়ীতে ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে ১ম ধাপে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা খাতুন শিখাকে (কলসী) নানা ভয় দেখিয়ে তার প্রার্থীতা থেকে সরানোর অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার বাদ জুমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশার নিজ বাস ভবনে এ ঘটনা ঘটেছে। জানা গেছে- ৫ম উপজেলা পরিষদ নির্বাচন-২০১৯ এর ১ম ধাপে আগামী ১০ মার্চ অনুষ্ঠিত হবে। এ লক্ষে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান(মহিলা) প্রার্থী ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা খাতুন শিখা(কলসী) প্রতিককে নির্বাচনের প্রচার কাজ করছেন। মাঠ পর্যায়ে যথেষ্ট সুনাম ও গ্রহণযোগ্যতা রয়েছে তার। এ গ্রহণযোগ্যতাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য একটি বিশেষ মহল নানা অপপ্রচার চালিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের মতো নানাভাবে চাপ প্রয়োগ অব্যাহত রাখছে বলে অভিযোগ উঠেছে। এরই ধারবাহিকতায় শুক্রবার উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশা উপজেলা পরিষদের মহিলা ভাইচ চেয়ারম্যান(মহিলা) কলসী প্রতিকের প্রার্থী’র পক্ষে ইউনিয়ন পর্যায়ে সভা আহব্বান করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি কোন সভা সমাবেশে না গিয়ে তার মোবাইল ফোন বন্ধ রাখেন। এ বিষয়টি জানতে শুক্রবার তার বাসায় যান শিখা। এর পর সভাপতি ছানোয়ার হোসেন বাদশা প্রতিদ্বন্দ্বী অপর প্রার্থী (ফুটবল) প্রতিকের জেলি আক্তারের পক্ষে ইউপি সদস্য মিজানুর রহমান মিজানকে ডেকে এনে সমঝোতা করে দেওয়ার প্রস্তাব করেন। প্রস্তাবে আপত্তি করায় তার পক্ষে সভাপতিসহ দলের কোন নেতা-কর্মী কাজ করবেনা এবং কোন মিছিল মিটিংয়ে যাবে না বলে হুঁশিয়ারি দেন। এ ছাড়াও শিখার বিরুদ্ধে দুদকে ও তথ্য প্রযুক্তি আইনে মামলা হয়েছে মর্মে ভয়ভিতী দেখানো হয়। পরে জেলি আক্তারের পক্ষে ইউপি সদস্য মিজানুর রহমান মিজানের নেতৃত্বে কয়েকজন সাংবাদিক নিয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে শিখাকে তার প্রার্থীতা থেকে সরে দাঁড়ানোর জন্য সাদা কাগজে অন্যের দ্বারা একটি লিখিত পত্রে স্বাক্ষর নেয়া হয় বলে শিখা অভিযোগ করেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী বেগম জোহরা লতিফ, ফুটবল প্রতিকের প্রাথী জেলি আক্তারের পক্ষে ইউপি সদস্য মিজানুর রহমান মিজানসহ কয়েকজন সাংবাদিক উপস্থিত ছিলেন। শিখার নিকট থেকে সাদা কাগজে অন্যর লেখা পত্রটি হুবহু তুলে ধরা হলোঃ-আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সরিষাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচন/ ২০১৯ এর ভাইস চেয়ারম্যান(মহিলা) প্রার্থী হিসাবে নির্বাচন থেকে সরে দাড়ানোর ঘোষনাঃ প্রিয় সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম আমি মোছাঃ মাহমুদা খাতুন (শিখা) ১০ মার্চ /২০১৯ ইং তারিখে অনুষ্ঠেয় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান(মহিলা) প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দিতা করার প্রস্তুতি নিয়েছিলাম। অদ্য ৮ মার্চ /২০১৯ অপনাদের সামনে উপস্থিত হয়ে স্বেচ্ছায় স্বজ্ঞানে আপনাদের স্বাক্ষী রেখে আমি একমাত্র প্রার্থী মোছাঃ জেলি আক্তার কে যার প্রতিক ফুটবল তার সর্মথনে নির্বাচনের প্রতিদ্বন্দিতা থেকে সরে দাড়ালাম। সেই সাথে তার পক্ষে আমি এবং আমার সর্মথকেরা ফুটবল প্রতিকে কাজ করবো বলে প্রতিশ্র“তি প্রান করছি। বিষয়টি বহুল প্রচারের জন্য আপনাদের অনুরোধ করছি। সবাই কে ধন্যবাদ। স্বাক্ষর- মাহমুদা খাতুন শিখা,নির্বাচন থেকে সরে দাড়ানো প্রার্থী উপজেলা পরিষদ নির্বাচন/২০১৯, সরিষাবাড়ী,জামালপুর। উক্ত লিখিত পত্রটি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশার নিকট রাখা হয়েছে।