সারাদেশ

সরিষাবাড়ীতে গরু চোর আটক-এলাকাবাসী আতঙ্কে

তৌকির আহাম্মেদ হাসু,  সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি ঃ

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ভাটারা ইউনিয়নের মহিষাবাদুরিয়া গ্রামের মৃত মাজম’র ছেলে আব্দুল বারেকের বাড়ী থেকে গত ২৮ জুলাই রাতে ১টি বকনা বাছুর চুরির ঘটনা ঘটেছে।  পরে গরু চোরকে আটক করে এবং সালিশের সিদ্ধান্তে এগারো ঘন্টার পর মুক্তি দেয়। 
  গরুর মালিক ও এলাকাবাসী সূত্রে জানা যায়,, সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নে মহিষাবাদুরিয়া গ্রামের মৃত মাজম’র ছেলে আব্দুল বারেকের বাড়ী থেকে গত ২৮ জুলাই রাতে ১টি বকনা বাছুর চুরি হয় বলে জানা গেছে। চুরি হওয়া গরুটি আব্দুল বারেক ও তার পরিবার এলাকাজুড়ে খোঁজাখুঁজি করে।  ২৯ জুলাই গতকাল সোমবার ধনবাড়ী গরুর হাটে যান আব্দুল বারেক ও তার ছেলে মহন  গরুটি খোঁজতে। হাটের মধ্যে খোঁজতে খোঁজতে হঠাৎ চোখে পড়ে তাদের বকনা বাছুরটি। তারা দেখতে পান তাদের ভাটারা ইউনিয়নের চৌখা গ্রামের মৃত তজি’র শেখের ছেলে আব্দুল খালেক শেখ (মাতার বাপ )( ৬০) গরুটি বিক্রি করার সময়  তারা গরু চোরকে হাতেনাতে ধরে হাট কমিটির সহায়তা নিয়ে চোরকে বারেকের  বাড়ীতে নিয়ে আসেন । এই নিয়ে এলাকা তথা আশপাশে গ্রামের মানুষের  ঢল পড়ে চোরকে দেখার জন্য। রাত ১০টায় চোরের সালিশ বসে বারেকের বাড়ীতে। ভাটারা ইউনিয়নের   চেয়ারম্যানের মো: বোরহান উদ্দিন বাদল সালিশে  অনুপস্থিতি থাকার কারণে ৪ নং ওয়ার্ডের প্যানেল চেয়ারম্যান আতিকুর রহমান  দুলাল ও ৫ নং ওয়ার্ডের মেম্বার আনিছুর রহমান  উপস্থিত থেকে সালিশ কার্য শুরু করেন। সালিশে চোর তার নিজের দোষ শিকার করলেও চেয়ারম্যানের অনুপস্থিতিতে সালিশকার্য্য পিছিয়ে নেয়ার প্রস্তাব দেয় ইউপি প্যানেল চেয়ারম্যান আতিকুর রহমান দুলাল।  এলাকাবাসী ইউপি প্যানেল চেয়ারম্যান আতিকুর রহমান দুলালকে প্রশ্ন করে এলাকাবাসী জানতে চাই চোরকে কার জিম্মায় রাখা হবে। এলাকাবাসী এই প্রশ্নটিই করলে ইউপি প্যানেল চেয়ারম্যান আতিকুর রহমান দুলাল ও তার সহযোগী মেম্বার আনিছুর রহমান তারা সালিশ বৈঠক থেকে  চলে যায় আর বলে তোমাদের চোর তোমাদের কাছে রেখে গেলাম চোরের যদি কোন কিছু হয় তার খেসারত তোমাদেরই দিতে হবে । পরে এলাকাবাসী  সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মাজেদুর রহমান কে অবগত করলে তখনই এস আই আমিনুল ইসলামকে পাঠান কয়েকজন কনস্টেবল দিয়ে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে  ঘটনার সত্যতা জানতে পারেন এবং সালিশকার্য্য সম্পর্কে অবগত হন। এস আই মো: আমিনুর  রহমান গরু চোরকে আইনের আওতায় সোর্পদ না করে গরুু চোরের ছেলে লাভলুর কাছে জিম্মায় রেখে একটি মুসলেকা নিয়ে চলে যায়  পুলিশ । এই নিয়ে এলাকাবাসীর সচেতন মানুষের মাঝে নানান সমালোচনার ঝড় বইছে। জানতে চাইলে এস আই  মো: আমিনুর রহমান বলে বাদী ও এলাকাবাসীর সিদ্ধান্তে গরু চোরকে তার ছেলের লাভলু জিম্মায় দেয়া হয়েছে।