সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতভাগ শহীদ মিনার নির্মাণ
নাজমুল হোসেন রাজাঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণ করা হবে। মায়ের ভাষার জন্য যারা শহীদ হয়েছেন তাদের স্বরণে উপজেলার সবকয়েটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শহীদ মিনার নির্মাণ করা হবে।প্রাক-প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অর্থায়নে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে সদর উপজেলার ২৪৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ২৪৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণ কাজ শুরু হয়েছে।
সিরাজগঞ্জ সদর উপজেলা শিক্ষা অফিসার মোঃ আপেল মাহমুদ জানান মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে ডিজিটাল হাজিরা আগমন ও প্রস্থান করেছেন শিক্ষকেরা।আগামী ২ মাসের মধ্যে সকল শিক্ষার্থীকে শুদ্ধ ভাবে বাংলা ও ইংরেজি ভাষা পড়ানো নিশ্চিত করণ।হাতে লেখা সুন্দর ও সাবলীন করার জন্য ১জন শিক্ষককে দায়িত্ব প্রদান। বিদ্যালয়কে সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্র বিন্দুতে পরিনত করতে বিতর্ক, আবৃত্তি, নাচ,গান অনুশীলন ও প্রত্যেক বৃহস্পতিবার প্রতিযোগিতার আয়োজন করা এবং বাস্তবিক নৈতিক শিক্ষার মনোযোগ অাকর্ষন করানোর কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।